ফের জেল হেফাজত অনুব্রতর, জেলে থেকেও চিন্তায় পঞ্চায়েত ভোট

Spread the love

ফের জেল হেফাজত হল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal)। শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে (special CBI court)হাজির করানো হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতকে। বিচারক রাজেশ চক্রবর্তী তাঁকে ২২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এদিন আদালত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এদিন এজলাসে শুনানির মাঝেই আদালতে উপস্থিত অনুগামীদের পঞ্চায়েত ভোটের পাঠ দিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা। স্পষ্ট বললেন, সামনে পঞ্চায়েত। নিজ নিজ এলাকায় ভালভাবে কাজ করতে হবে।

বিচারক জানান, ভোলেবোম রাইস মিলের অ্যাকাউন্ট যে অবস্থায় আছে, ২২ ডিসেম্বর পর্যন্ত সেই অবস্থাতেই থাকবে। ওইদিন সে ব্যাপারেও শুনানি হবে। সিবিআই বোলপুরের বাসিন্দা সুদীপ রায়ের দুটি জমির দলিল সিজ করেছিল। সুদীপের বাবা স্বপন রায় সেই দলিলগুলি ফেরত চান। সিবিআইয়ের আইনজীবী তাতে কোনও আপত্তি করেননি।

বিচারক পিআর বন্ডে সেগুলি ফেরত দেওযার নির্দেশ দেন। শুনানি শেষে বিচারক অনুব্রতকে ২২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পরে অনুব্রতর আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, আমরা আজ জামিনের আবেদন জানাইনি। তাই আদালত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*