নিজাম প্যালেসে বসে মেয়ের সঙ্গে ফোনে কথা অনুব্রতর

Spread the love

সিবিআই হেফাজতে মেয়ের সঙ্গে কথা বললেন অনুব্রত মণ্ডল। শুক্রবার দু’বার ফোনে কথা হয় তাঁদের। বাড়ির খোঁজখবর নেন গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা। এছাড়া চিনার পার্কের ফ্ল্যাটের এক কর্মচারীর সঙ্গেও কথা হয় তাঁর। গ্রেপ্তারির পর দলীয় অবস্থান সম্পর্কে জানতে চান অনুব্রত।

শুক্রবার নিজাম প্যালেসে বসেই মেয়ে সুকন্যার সঙ্গে কথা বলার আরজি জানান অনুব্রত। মানবিকতার খাতিরে আবেদনে সাড়া দেন সিবিআই আধিকারিকরা। ফোনে মেয়ের সঙ্গে কথা বলেন অনুব্রত। সূত্রের খবর, দু’বার কথা হয় তাঁদের। একবার ৩ এবং পরেরবার ২ মিনিট কথা হয় তাঁদের। লাউড স্পিকারে কথা হয় বাবা ও মেয়ের। বোলপুরের বাড়ির কী অবস্থা, তা জানতে চান অনুব্রত।

বোলপুরের নিচুপট্টির বাড়ি এক সময় কর্মী-সমর্থকদের ভিড়ে গমগম করত। তবে অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতার সময় থেকে সেই ভিড় কিছুটা কমেই গিয়েছিল। গত বৃহস্পতিবার ‘কেষ্টদা’র গ্রেপ্তারির পর থেকে একেবারেই ফাঁকা বাড়ি। গরু পাচার মামলায় বাবাকে গ্রেপ্তারির পর থেকে দিনভর কেঁদে ভাসাচ্ছেন অনুব্রতকন্যা সুকন্যা। খাওয়াদাওয়াও প্রায় ছেড়েই দিয়েছেন তিনি। বাবার সঙ্গে ফোনে কথা বলার সময়ও নাকি কান্নাকাটি করেন সুকন্যা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*