বকেয়া মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেন কমিশনার

Spread the love

অপরাধ দমন সংক্রান্ত বৈঠকে ডেপুটি কমিশনারদের (DC) লক্ষ্য করে কড়া বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার ৷ মামলা জমে থাকা নিয়ে জবাব চাইলেন নগরপাল অনুজ শর্মা। তথ্য বলছে, নিষ্পত্তি না হওয়া মামলার সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শনিবার মূলত এই বিষয়টি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে DC-দের কাছে জবাব চান পুলিশ কমিশনার, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শর্মা নির্দেশ দিয়েছেন, জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে। তথ্য বলছে, গত মাসে তুলনায় এই শহরে সব ধরনের অপরাধ কমেছে। লক্ষ্যণীয়ভাবে কমেছে চুরি। বিষয়টি নিয়ে পুলিশকে কৃতিত্ব দিলেও, কমিশনার প্রশ্ন তোলেন, চোরাই মাল যারা কিনছে, তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন? এ প্রসঙ্গে তিনি বাইক চুরির প্রসঙ্গটি টেনে আনেন।

একটা সময় কলকাতা শহরে বাইক চুরির সংখ্যা বাড়ছিল। বিষয়টি প্রতিকার করতে মোটরবাইক চুরি দমন শাখা (অ্যান্টি মোটর থেফ্ট) বিশেষ দাওয়াইয়ের ব্যবস্থা করেছিলো। বাইক চোর ধরার পাশাপাশি চোরাই মালের ক্রেতাদের ব্যাপক ধরপাকড় শুরু করা হয়। এই দাওয়াইয়ের জেরে বাইক চুরি করে বাংলাদেশে পাঠানোর সক্রিয় চক্র ভেঙে যায়। পুলিশ কমিশনার DC-দের সেই দাওয়াই অনুসরণ করার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর।

বেআইনি মদের ব্যবসা রুখতে জোরদার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অনুজ, এমনটাই বলছে পুলিশ সূত্র। পাশাপাশি কালীপুজোয় যাতে শব্দবাজিতে শহরবাসী অতিষ্ঠ না হয়ে যান তা দেখার নির্দেশ দিয়েছেন তিনি। শব্দবাজি আইন না মানলে ধরপাকড়ের জন্য বিশেষ ব্যবস্থা নিতে বলেছেন পুলিশ কমিশনার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*