রিপোর্টারঃ রফিকুল জমাদার
পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করাতে পারবে রাজ্য পুলিশ, এর জন্য কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন নেই নবান্নে সাংবাদিক সম্মেলন করে বললেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা।
এদিন তিনি আরো বলেন,
১) দু’দিন ধরে নমিনেশন ফাইল হচ্ছে। আমাদের কাছে যে পরিসংখ্যান এসেছে তাতে তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতে ১৬১৪টি ও অন্য দলগুলি ১৬৯২টি নমিনেশন ফাইল করতে পেরেছে। যদি আইনশৃঙ্খলার সমস্যা হতো তাহলে কি এরকম নমিনেশন ফাইল করতে পারত।
২) এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে নমিনেশন ফাইল যেন শান্তিপূর্ণভাবে হয়।
৩) কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু মিডিয়া সেটা বারবার দেখাচ্ছে।
৪) যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব। এছাড়াও বিভিন্ন জায়গায় প্রয়োজন মতো আমরা পুলিশ পাঠাচ্ছি।
৫) রায়গঞ্জে একটা ঘটনা ঘটেছে, প্রাথমিক রিপোর্ট আমরা পেয়েছি। সেখানে বাইরের লোক এসেছে। এক্ষেত্রেও আইনি পদক্ষেপ নেওয়া হবে।
৬) পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন নেই। রাজ্য পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন করাতে পারবে।
৭) কিছু কিছু জায়গায় বাইরে থেকে মানুষ ঢুকছে বলে আমাদের কাছে খবর এসেছে। পদক্ষেপ করা হচ্ছে।
৮) এসপিদের বলা হয়েছে অস্ত্র বাজেয়াপ্ত করার জন্য । ইতিমধ্যেই আমরা কিছু অস্ত্র বাজেয়াপ্ত করেছি। বিহার এবং ঝাড়খন্ড দিয়ে পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে কিছু মানুষ ঢুকছে। অস্ত্র নিয়ে আসছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।
৯) এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে রেড করার জন্য এবং অস্ত্র থাকলে তা বাজেয়াপ্ত করার জন্য।
Be the first to comment