বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। এবার কিডনিতে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় এই টিভি অভিনেতাকে। মুম্বইয়ের লাইফলান মেডিকেয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন অভিনেতা অনুপম শ্যাম।
কিন্তু সমস্যা অন্য জায়গায়। ৬২ বছরের এই অভিনেতার ভাই জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁর দাদা অর্থকষ্টে ভুগছেন। এই মুহূর্তে ডায়ালিসিস সহ-অন্যান্য চিকিৎসার খরচ তাঁদের পক্ষে চালানো অসম্ভব। তাই তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে সাহায্য চেয়েছেন।
এছাড়াও তিনি পরিচিত মানুষদের থেকেও সাহায্য চেয়েছেন। বেশ কিছু ওয়েবসাইটের মাধ্যমে অন্যত্র আবেদনও করেছেন। তাঁর ভাই অনুরাগ জানান, মনোজ বাজপায়ী দাদার বন্ধু। নিয়মিত খোঁজ নেওয়া ছাড়াও কিছুটা আর্থিক সাহায্য তিনি করেছেন। বিষয়টি জানানো হয়েছে আমির খান এবং সোনু সুদকেও। সোনু ইতিমধ্যেই অসুস্থ অভিনেতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে এক শুভানুধ্যায়ীর ট্যুইটের জবাবে লিখেছেন, ওদের সঙ্গে যোগাযোগ রাখছি!
হিন্দি সিরিয়াল ও সিনেমায় নেগেটিভ চরিত্রেই দেখা গিয়েছে অনুপমকে। ১৯৯৬ সালে শ্যাম বেনেগলের ‘সরদারি বেগমে’ অভিনয়ের মাধ্যমে তিনি সিনেমায় ডেবিউ করেন। এরপর দিল সে, জাখম, দুশমন, সত্য, স্লামডগ মিলিয়নেয়ার ইত্যাদি সিনেমায় দেখা গিয়েছে। টেলিভিশনেও তিনি শ্যাম বেনেগলের পরিচালনাতেই কাজ করেন এমরাবতি কি কথা-তে। এরপর তিনি জনপ্রিয়তা পান মন কি আওয়াজ প্রতিজ্ঞা দিয়ে। এই সিরিয়াল ঘরে ঘরে জনপ্রিয় হয়। শেষ তাঁকে দেখা গিয়েছিল কৃষ্ণা চলি লন্ডনে।
Be the first to comment