শহরের একটি নামী পানশালায় মারপিট এবং শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরার বিরুদ্ধে । গতকাল রাতে কসবার এক ব্যক্তি শেক্সপিয়ার থানায় প্রাক্তন এই সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । শ্লীলতাহানি, মারধর সহ মোট ছ’টি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ । যদিও, আজ সকালে ফেসবুক লাইভ করে পুরো বিষয়টি অস্বীকার করেন অনুপম । তিনি পালটা ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ।
গতকাল রাতে কসবার বাসিন্দা সুরেশ রায় তার বান্ধবী ও কয়েকজন বন্ধুর সঙ্গে গিয়েছিলেন হো-চি-মিন সরণির একটি পানশালায় । সুরেশ ওই পানশালায় অনুপমকে দেখতে পান । তারপর মোবাইল বের করে তাঁর একটি ছবি তোলেন । অভিযোগ, এতে বেজায় চটে যান অনুপম । ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে সুরেশবাবু পুলিশকে জানিয়েছেন, ছবি তোলা হয়েছে এটা দেখার পর গালিগালাজ শুরু করেন অনুপম । মারধরও করেন তাঁকে । ধাক্কা মেরে ফেলে দেওয়ার পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয় তাঁর সোনার চেন । তাঁর বান্ধবীর শ্লীলতাহানি করা হয় । ভেঙে দেওয়া হয় মোবাইল ফোন । এই ঘটনা নিয়েই শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেন তিনি ।
যদিও ঘটনার সঙ্গে রাজনীতির গন্ধ পাচ্ছেন বলে দাবি করলেন অনুপম । আজ সকালে একটি ফেসবুক পোস্ট করে পুরো ঘটনাটির বিশ্লেষণ করে তিনি বলেন, “গতকাল রাতে এক ছোটোবেলার বন্ধুর জন্মদিন ছিল । যেকারণে আমরা বন্ধু-বান্ধব মিলে একটা গেট টুগেদাররের আয়োজন করি । আমরা যখমন আড্ডা দিচ্ছিলাম তখন এক ব্যক্তি মদ্যপ অবস্থায় ওই জায়গায় আসেন । আমার নিরাপত্তারক্ষী ওই ব্যক্তিকে আমার কাছে আসতে দেয়নি । উনি সেলফি তোলার আবদার জানান । নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে বের করে দিচ্ছিল মদ্যপ থাকার দরুণ ৷ তখন তিনি বলেন, আমি তৃণমূল করি কিন্তু আপনার ভক্ত । একটা সেলফি তুলতে চাই । তারপর আমি নিরাপত্তারক্ষীদের বলে ওনাকে আমার কাছে আসতে দিতে বলি । উনি সেলফি তোলেন । আমার দেহরক্ষীরা তারপর লক্ষ্য করে উনি দূরে গিয়ে আমার ভিডিয়ো তুলছেন এবং একজন কাউকে পাঠাচ্ছেন । আমার দেহরক্ষী তারপর তাঁকে জিজ্ঞাসা করে, কেন ভিডিয়ো তুলছেন এবং ফোটো তুলছেন। আমার নিরাপত্তারক্ষীকে উনি গালি দিতে শুরু করেন । পরিস্থিতি খারাপ হওয়ায় ওনাকে বের করে দেয় ওই এলাকা থেকে । তারপর আজ ভোরে জানতে পারি, উনি শেক্সপিয়ার থানায় গিয়ে আমার নামে কমপ্লেন করেন । FIR-ও হয় । উনি মদ্যপ থাকা সত্ত্বেও মধ্যরাতে ওনার থেকে অভিযোগ নেওয়া হল কীভাবে সেই নিয়ে আমি আশ্চর্য । আর BJP-র গন্ধ থাকায় পুলিশও FIR করে ।”
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে ওই পানশালার CCTV ফুটেজ ।
Be the first to comment