বঙ্গ বিজেপিতে নোংরা লবি-বাজি বন্ধ করুন; বিস্ফোরক পোস্ট অনুপম হাজরার

দলকে যত শীঘ্র সম্ভব আবর্জনা মুক্ত করতে আবেদন বৈশালী ডালমিয়ার

Spread the love

এবার দলের সমালোচনায় সরব হলেন আরেক বিজেপি নেতা অনুপম হাজরা। বঙ্গ বিজেপিতে ‘লবিবাজি’ চলছে বলে শুক্রবার বিস্ফোরক অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি কটাক্ষ করেছেন, চার্টার্ড বিমানে দিল্লি উড়ে যাওয়া ‘রয়্যাল’ সদস্যদেরও। তবে একইসঙ্গে বিজেপি নেতৃত্বকে আশ্বস্ত করেছেন, আপাতত দলেই থাকছেন তিনি। দলীয় বৈঠকে তাঁকে যেন ডাকা হয় সে আর্জিও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, ২০১৯ সালে দল নিয়ে নিন্দামন্দ করতে শোনা যায় তাঁকে। এরপরই তৃণমূল কংগ্রেস দল থেকে বের করে দেওয়া হয় অনুপমকে। জানুয়ারিতে তাঁকে বহিষ্কার করা হয়েছিল তৃণমূল থেকে, মার্চেই যোগ দেন বিজেপিতে। মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যান তিনি। এবার সেই মুকুল রায় যখন আবারও ‘ঘরওয়াপসি’র পথে, তখন বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন অনুপম।

শুক্রবার অনুপম হাজরা টুইটারে লেখেন, ‘নির্বাচন চলাকালীন ২-১ জন নেতাকে নিয়ে অতি মাতামাতি করা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও লবিবাজি করে বাকিদের বসিয়ে রেখে অবজ্ঞা বা অপমান করা’র করুণ পরিণতি!!! চার্টার্ড ফ্লাইটের রয়্যাল যাত্রীরাও মিসিং!!! এখনও সময় আছে, বঙ্গ বিজেপির উচিৎ লবিবাজি বন্ধ করে যোগ্যতা অনুসারে বসে থাকা নেতাদের কাজে লাগানো।’

বিজেপিতে লবিবাজির বাড়বাড়ন্ত বলেই এদিন অনুপম বারবার তাঁর পোস্টে উল্লেখ করেন। তবে এই লবিবাজির কথা বলার জন্য তাঁকে যাতে শাস্তির মুখে না পড়তে হয় সে পথও খুলে রেখেছেন অনুপম। লিখেছেন, ‘দয়া করে বেসুরো তকমা লাগাবেন না। বঙ্গ বিজেপির অসময়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। বিজেপিতে আছি এবং বিজেপিতে থাকব। জাস্ট বঙ্গ বিজেপিতে নোংরা লবিবাজি বন্ধ করার উদ্দেশে এই বার্তা।’

তবে এদিন দলের পাশে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে দলের আবর্জনা দ্রুত পরিষ্কারের কথা জানালেন বালির প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়া। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে শুভেন্দু অধিকারীরে সেই অনুরোধ জানান।

https://www.facebook.com/b.dalmiya.3/posts/269794801593395

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*