সৌরভ গাঙ্গুলী হৃদরোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সৌরভকে দেখতে হাসপাতালে ছুটে এলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও বিসিসিআইয়ের সচিব জয় শাহ। সৌরভের শারীরিক পরিস্থিতি নিয়ে তাঁরা এদিন কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। আপাতত স্থিতিশীল সৌরভ গঙ্গোপাধ্যায়। চিকিৎসকরা জানিয়েছেন, ওষুধে সাড়া দিচ্ছেন মহারাজ। খাওয়া ও ঘুমও ভালো হয়েছে তাঁর। সৌরভের চিকিৎসার দায়িত্বে রয়েছে নয় সদস্যের মেডিক্যাল বোর্ড। তাঁরাই ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন ‘দাদা’-কে।
নিয়মিত সৌরভের শারীরিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি হবে না। সব কিছু ঠিকঠাক থাকলে আগামিকাল বা পরশু মহারাজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।
ক্রীড়ামহলে সৌরভ অনুরাগী বলে পরিচিত অনুরাগ ঠাকুর। গতকালই তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছিলেন। এরপরই আজ তাঁকে দেখতে কলকাতা সফরে এলেন অনুরাগ ঠাকুর।
Be the first to comment