বিধানসভায় পেশ হতে চলেছে ধর্ষণের শাস্তি স্বরূপ ফাঁসি এমনই এক বিল, যার নাম ‘অপরাজিতা’

Spread the love

 

অমৃতা ঘোষ:-

আজ মঙ্গলবার, বিধানসভায় পেশ হতে চলেছে ‘অপরাজিতা’ বিল। যা ধর্ষণে ফাঁসির সাজার প্রস্তাব এবং নির্যাতিতার পরিচয় প্রকাশের জন্য পাঁচ বছরের কারাদণ্ডের বিধান করে। আরজি করের জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর যখন সম্পূর্ণ দেশ প্রতিবাদের আগুনে জ্বলছে তখনই সেই আসল দোষী কে সঠিক শাস্তি দেওয়ার জন্য এবং এই ধর্ষণ ও হত্যার কান্ড গুলি যাতে না বাড়ে তার জন্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বিলের মাধ্যমে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন।

বিলটি ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি প্রদানের প্রস্তাব করেছে রাজ্য সরকার এবং নির্যাতিতার পরিচয় প্রকাশের জন্য পাঁচ বছর পর্যন্ত জেল দেওয়ার বিধান রাখা হয়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে অপরাধের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ও দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, বিলে ২১ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যা প্রয়োজনে অতিরিক্ত ১৫ দিন বাড়ানো যেতে পারে। এই নতুন আইন অপরাধীদের বিরুদ্ধে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে সাহায্য করবে এবং সমাজে নিরাপত্তা ও ন্যায়বিচারের নিশ্চয়তা প্রদান করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*