ছবি- প্রশান্ত দাস,
আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালেন অপর্ণা সেন, কৌশিক সেন থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপর্ণা সেনদের আবেদন, এনআরএস-এ আসুন, চিকিৎসকদের পাশে দাঁড়ান, তাঁদের কথা শুনুন। কৌশিক সেনের মন্তব্য, চিকিৎসা খাতে আরও বেশি আর্থিক সাহায্য করুক রাজ্য সরকার।
উল্লেখ্য, তিনদিন ধরে চলা স্বাস্থ্য অচলাবস্থা কাটাতে শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এলেন অপর্ণা সেন, কৌশিক সেন, দেবজ্যোতি মিশ্র, বোলান গঙ্গোপাধ্যায়রা। তাঁরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন। তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
অপর্ণা সেন বলেন, মুখ্যমন্ত্রী শুধু রোগীদের নন, তিনি চিকিৎসকদেরও মুখ্যমন্ত্রী। বর্তমানে চলতে থাকা পরিস্থিতি সহানুভুতির সঙ্গে বিবেচনা করা উচিত তাঁর। একই সঙ্গে তিনি বলেন, মনে রাখতে হবে যারা ডাক্তারি করে তাঁরা উচ্চ মেধার ছাত্র। তাঁরা যখন কোনও আন্দোলন করছেন নিশ্চয় তার যৌতিকতা আছে। দেখতে হবে এই ছাত্রদের যাতে রাজ্যের বাইরে যেতে না হয়।
দেখুন ছবি-
Be the first to comment