মোদীকে চিঠি দেওয়ার জন্য এফআইআর দায়ের অপর্ণা সেনদের বিরুদ্ধে

Spread the love

ক্রমবর্ধমান লিঞ্চিং নিয়ে সরব হয়েছিলেন দেশের একদল বিদ্বজন। সেই মর্মে চিঠিও লেখা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রামচন্দ্র গুহ, মনিরতনম এবং অপর্ণা সেন সহ পঞ্চাশ জন সেলিব্রিটির নাম ছিল ওই চিঠিতে। এবার তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হল বিহারের মুজফফরপুরে।

মোদীকে চিঠি দেওয়ার দু’মাসের মধ্যেই একটি পিটিশন করেন আইনজীবী সুধীর কুমার ওঝা। সেই আবেদনের ভিত্তিতেই একটি নোটিশ পাস করেন চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট সূর্যকান্ত তিওয়ারি এই নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, ভারতীয় দন্ডবিধির আইন অনুযায়ী, ধর্মীয় ভাবাবেগে আঘাত, দোষ দেওয়া, রাষ্ট্রদ্রোহিতার ধারায় এই মামলা করা হয়েছে। ওই ৪৯ জন একাধিক সামাজিক বিষয়ে উল্লেখ করে একটি চিঠি লেখেন৷ সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে আর্জিও জানিয়েছেন তাঁরা৷ চিঠিতে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২৯ অক্টোবরের মধ্যে ধর্মের ভিত্তিতে ২৫৪ জনকে অপরাধী, ৯১-এর হত্যা, ৫৭৯ জন আহত হয়৷ চিঠি অনুযায়ী, ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে যখন নরেন্দ্র মোদী ছিলেন তখন এমনই অপরাধের মাত্রা ছিল ৯০ শতাংশ৷

এই চিঠিতে যেমন তারকারা রয়েছেন, তেমনই রয়েছেন সমাজকর্মী, কার্ডিওলজিস্ট, লেখক, ঐতিহাসিক, সাধারণ নাগরিক, মোটা ৪৯ জন৷ চিত্র পরিচালক কেতন মেহতা, অঞ্জন দত্ত, অনুপম রায়, আদুর গোপালকৃষ্ণণ, রূপম ইসলাম, ঋদ্বি সেন, ঐতিহাসিক রামচন্দ্র গুহ, সংগীতশিল্পী শুভা মুদগল প্রমুখরা সই করেন এই চিঠিতে। পরে অপর্ণা সেন সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, ‘দেশ জুড়ে কোথাও গোমাংস খাওয়ার অভিযোগ তোলা হচ্ছে, কোথাও জয় শ্রী রাম না বললে পেটানো হচ্ছে, এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে। এগুলো কী ধরনের ঘটনা?”

তিনি বলেন, ‘কেন একজন ভিন্ন ধর্মের মানুষকে জোর করে জয় শ্রী রাম বলানো হবে? আমি একজন হিন্দু, আমাকে যদি কেউ জোর করে আল্লাহু আকবর বলতে বাধ্য করে, তাহলে আমার কেমন লাগত?’ অভিনেত্রীর মতে, জয় শ্রী রাম, আল্লাহু আকবর, জয় বাংলা, জয় মা কালী কিংবা জয় মহাদেব। সবকিছুই বলার অধিকার আছে মানুষের। তবে ভালোবেসে বলানো উচিৎ, জোর করে নয়। দেশ জুড়ে ঘটে চলা বিভিন্ন ঘটনা নিয়ে উৎকন্ঠায় আছেন বলেই ওই চিঠি দিয়েছেন বলে জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*