বিদ্বেষপূর্ণ মিথ্যা অভিযোগ। একথা জানিয়ে অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়সহ ৪৯ বিশিষ্টজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা বন্ধের সিদ্ধান্ত নিল বিহার পুলিশ ৷ ভিত্তিহীন মামলা করায় অভিযোগকারী সুধীর ওঝার বিরুদ্ধে পালটা মামলা করার কথা জানিয়েছে পুলিশ ৷
প্রসঙ্গত, গণপিটুনি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জুলাইয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়সহ ৪৯ বিশিষ্টজন ৷ সেজন্য তাঁদের বিরুদ্ধে আইনজীবী সুধীর কুমার ওঝা মুজফ্ফরপুর জেলা আদালতে একটি পিটিশন দায়ের করেন ৷ সেখানে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে দেশের ভাবমূর্তি কলঙ্কিত করা, প্রধানমন্ত্রীর কার্যক্ষমতাকে অপমান করা ও দেশদ্রোহী আচরণকে সমর্থন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ এই অভিযোগের ভিত্তিতে মুজফ্ফরপুর আদালতের প্রধান বিচারক সূর্যকান্ত তিওয়ারি মামলা রুজু করার আদেশ দেন ৷ সেই আদেশের ভিত্তিতেই গত সপ্তাহে বিশিষ্টজনদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ ৷
৪৯ বিশিষ্টজনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলার বিরোধিতা করে সরব হন অনেকে। নাসিরুদ্দিন শাহসহ প্রায় ১৮০ বিশিষ্টজন খোলা চিঠি লিখে প্রশ্ন তোলেন, আদালতকে অপব্যবহার করে এমন হেনস্থা কি আসলে নাগরিকদের কণ্ঠরোধ করার কৌশল? রাষ্ট্রদ্রোহিতার মামলা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে চিঠি লেখে একাধিক বাম সংগঠন।
ওই মামলা বন্ধের সিদ্ধান্ত নিল বিহার পুলিশ ৷ মুজফ্ফরপুরের SSP (সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ) মনোজ কুমার বলেন, মামলাটি বিদ্বেষপূর্ণ মিথ্যা। অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, দু’দিনের মধ্যে তদন্তকারী অফিসার এই মামলার চূড়ান্ত রিপোর্ট আদালতে জমা দেবেন।
Be the first to comment