দিল্লি, বেঙ্গালুরুর পর এবার কলকাতা। নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নেমেছে মানুষজন। CAA-এর প্রতিবাদে অপর্ণা সেন,কৌশিক সেনদের নেতৃত্বে বৃহস্পতিবার কলকাতায় মিছিল চলছে। সেই মিছিল থেকে CAA-এর বিরুদ্ধে সরব হন অপর্ণা সেন। তিনি বলেন, ধর্মনিরপেক্ষতায় সুতোয় বাঁধা দেশ। সুতো ছিন্ন হলে দেশ ভেঙে যাবে।
অপর্ণা সেন বলেন, এটি আমাদের উপমহাদেশ। এখানে ধর্মনিরপেক্ষতায় সুতোয় বহু ভাষা, সংস্কৃতি, জাতিগোষ্ঠী একসঙ্গে বাঁধা রয়েছে। যদি এই সুতো ছিন্ন হয়ে যায়, তাহলে দেশ ভেঙে যাবে। বৃহস্পতিবার দিল্লি, কর্নাটক সহ দেশের অনেক রাজ্যে CAA বিরোধী মিছিল শুরু হয়েছে ৷ ১৪৪ ধারা জারি করে চলছে জমায়েত, বিক্ষোভ।
বিক্ষোভকারীদের পাশাপাশি ইতিমধ্যেই অনেক রাজনৈতিক নেতা ও সমাজের বিশিষ্টদের আটক করেছে পুলিশ। একাধিক জায়াগায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, যান চলাচল। এবার কলকাতায় নেমেছেন মানুষজন। মিছিল থেকেই কৌশিক সেন বলেন, সবাই CAA-এর বিরোধিতা করছে। এখন জামিয়া মিলিয়া, এরপর আমাদের সঙ্গে ঘটতে পারে। আমাদের নিজেদের রক্ষা করতে হবে। জনমত তৈরি হওয়া দরকার। কেন্দ্রের টনক নড়া উচিত ।
ইতিমধ্যেই বেঙ্গলুরু থেকে আটক করা হয়েছে ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে । এরপর দিল্লি থেকে সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, যোগেন্দ্র যাদব সহ একাধিক রাজনৈতিক নেতাকে আটক করা হয়। এপ্রসঙ্গে অপর্ণার বার্তা, রামচন্দ্র গুহকে আটক অন্যায়। সবচেয়ে বড় কথা দেশের যুবকরা এর প্রতিবাদে এগিয়ে এসেছে। আমরা এই আইনের বিরোধিতা করছি।
Be the first to comment