করোনা-লকডাউন আবহেই দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার। আর সদ্যোজাত মেয়ের বাড়ির নাম ‘করোনা’ রেখে চমক দিলেন হুগলীর আরামবাগের সাংসদ। বৃহস্পতিবার শ্রীরামপুরের হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন সাংসদ। অপরূপার স্বামী জানিয়েছেন, বাড়ির নাম তাঁরা রাখলেও ‘ভালো নাম রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’
অপরূপার স্বামী তথা রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর মহম্মদ সাকির আলি জানান, ‘দিদি (মুখ্যমন্ত্রী) আসল নাম রাখবেন। ডাকনাম রাখলাম আমরা। আশা করছি, মেয়ের নাম রাখার সময় থেকেই পৃথিবী থেকে বিদায় নেবে করোনাভাইরাস।’
করোনা পরিস্থিতিতে কলকাতা যাওয়ার ঝুঁকি না নিয়ে শ্রীরামপুরের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল সাংসদ অপরূপা পোদ্দারকে। সন্তানের জন্মের পর মা ও মেয়ে সুস্থ রয়েছে। সুখবর পেয়ে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সির মতো তৃণমূল কংগ্রেস নেতারা।
Be the first to comment