সোমবার কাজের প্রথম দিনেই পার্ক স্ট্রিটের এপিজে হাউসে বিধ্বংসী আগুন লেগেছে। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। সূত্রের খবর, সোমবার সকাল ১১ টা নাগাদ পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের পাশের এপিজে হাউসে আগুন লাগে। আগুন লাগে মূলত, বিল্ডিংয়ের পাঁচ তলায় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের সার্ভার রুমে। তারপর তা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দমকলে খবর পাঠানো হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ২ টি ইঞ্জিন।
কাজের দিন হওয়ায় এপিজে হাউসের বিভিন্ন অফিসের কর্মীরা এসে পৌঁছেছিলেন। তাঁদের বাইরে বের করে নিয়ে আসা হয়েছে বলে খবর। আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় বিল্ডিংয়ের কর্মী ও আশেপাশের মানুষদের মধ্যে। পার্ক স্ট্রিটের মতো ব্যস্ত এলাকায় আগুন লাগায় মুহূর্তের মধ্যে এপিজে হাউসের বাইরে প্রচুর লোক জড়ো হয়ে যান।
ঘটনাস্থলে পার্ক স্ট্রিট থানার পুলিশ এসে ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করেছেন। ট্রাফিক সূত্রে খবর, রাস্তায় লোক জড়ো হয়ে যাওয়ায় ট্রাফিক চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়ে। তারপর একদিকের লেন দিয়ে গাড়ি চলাচল শুরু করে। মল্লিকবাজারের দিক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
বরং ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ছে পাশের ঘরগুলোর মধ্যে। আশেপাশে আরও অনেক অফিস রয়েছে। সেইসব অফিসেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগুনের তাপে ভেঙে পড়েছে জানলার কাঁচ। দমকল সূত্রে খবর, আগুন বেড়ে যাওয়ায় দমকলের আরও ৮ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। এপিজে হাউসের কর্মীরাও অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে চেষ্টা করছেন আগুন নেভানোর। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রনে বলে খবর।
এলাকায় এসে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। আরও কেউ বিল্ডিংয়ের মধ্যে আটকে আছে কিনা সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে আগুন লাগল, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারছেন না দমকল কর্মীরা।
দেখুন ভিডিও-
Be the first to comment