সুপ্রিম কোর্টে নারদা মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি অনিরুদ্ধ বসু। আজ হল না নারদ মামলার শুনানি। প্রধান বিচারপতির কাছে অন্য বেঞ্চে এই মামলা স্থানান্তরিত করার আর্জি জানিয়েছেন তিনি। এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু নারদা মামলা থেকে নাম প্রত্যাহার করতেই, ওই বেঞ্চের অন্য বিচারপতি হেমন্ত গুপ্তা প্রধান বিচারপতির দ্বারস্থ হন। নতুন বেঞ্চ গঠনের আবেদন করেন তিনি। সূত্রের খবর, আজই সেই বেঞ্চ গঠিত হচ্ছে না। কবে হবে তা পরে জানাবে আদালত।
নারদা মামলায় আজ বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি হেমন্ত গুপ্তার ডিভিশন বেঞ্চে শুনানি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার। নারদা মামলায় মুখ্যমন্ত্রীকে পক্ষ করেছে সিবিআই। এরই বিরোধিতা করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই-এর পার্টি করার বিরোধিতায় আগে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দেওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রীর আইনজীবী। কিন্তু তা গৃহীত হয়নি আদালতে। হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment