কেরল বন্যাদুর্গতদের জন্য এ বার সাহায্যের হাত বাড়িয়ে দিল মার্কিন মোবাইল প্রস্তুতকারক সংস্থা ‘অ্যাপল’। কেরলের বানভাসি লোকেদের সাহায্যে ৭ কোটি টাকা অনুদান দিয়েছে ‘অ্যাপল’।
শনিবার ‘অ্যাপল’-এর তরফে জানানো হয়, কেরলের ভয়াবহ বন্যা ও তার ফলে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে তাতে তারা দুঃখিত। তাই তাদের তরফে কেরলের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ৭ কোটি টাকা দান করা হয়েছে। এর মাধ্যমে কিছুটা হলেও কেরলের বন্যাদুর্গতদের সাহায্য করা যাবে।
এ ছাড়াও অ্যাপল ব্যবহারকারীরা যাতে কেরলের ত্রাণকার্যে সাহায্য করতে পারে তারও ব্যবস্থা করেছে এই মোবাইল সংস্থা। অ্যাপলের তরফে জানানো হয়েছে, সমস্ত অ্যাপল ফোনে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপ স্টোর থেকেই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়া আই টিউনেও এই অ্যাপ দেখা যাবে।
এর মাধ্যমে ন্যূনতম ৫ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত টাকা কেরলের বন্যাদুর্গতদের জন্য পাঠানো যাবে। তার জন্য অবশ্যই ব্যবহারকারীদের ক্রেডিট বা ডেবিট কার্ডের ব্যবহার করতে হবে। কোনও অ্যাপল ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার করে টাকা দিলে সেই টাকা সরাসরি কেরলের বন্যাদুর্গতদের জন্য কাজ করা সংস্থা ‘মার্সি কর্পসের’ হাতে চলে যাবে বলে জানানো হয়েছে অ্যাপলের তরফ থেকে। এই বেসরকারী সংস্থা ‘মার্সি কর্পস’ সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে কেরল বাসীকে মূল স্রোতে ফেরাতে।
প্রসঙ্গত, গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় কেরলের জনজীবন সম্পূর্ণ বিধ্বস্ত। গত ৯৪ বছরে এমন বন্যা দেখেননি কেরলবাসী। ৩৫০-র বেশি মানুষ মারা গিয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকার। ১০ হাজার কিলোমিটার রাস্তা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এখনও প্রায় ৯ লক্ষ মানুষ ২৭৮৭ ত্রাণ শিবিরে রয়েছেন। কেরলকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার অর্থ সাহায্য দিয়েছে। এ বার সেই তালিকায় যোগ হলো অ্যাপল।
Be the first to comment