সালটা ২০১৭, ১৯ নভেম্বর। এই দিনটা এক মুহূর্তের জন্যও ভুলতে পারেন না বাংলাদেশের বরিশালের মাইকেল অপু মণ্ডল। বন্ধুর জোরাজুরিতে খানিকটা বাধ্য হয়েই ফেসবুকের ওই গ্রুপে যোগ দিয়েছিলেন। সেখানেই প্রথম দেখেন ক্যালিফোর্নিয়ার সারা কুনকে। প্রথম দেখাতেই ভালো লেগেছিল। বাকিটা কোনও হিন্দি ছবির থেকে কোনও অংশে কম নয়।
বরিশালের ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়ার খ্রিস্টান কলোনির বাসিন্দা অপু। কলেজের গণ্ডি পার করেননি তিনি। কাজ করেন রং মিস্ত্রির। অন্যদিকে সারা উচ্চশিক্ষিতা হয়েও সমাজসেবা করেন। একটি বৃদ্ধাশ্রমে কাজ করেন তিনি। দুই ভিন্ন মেরুর মানুষ। কিন্তু শুরু থেকেই দুজন দুজনের সঙ্গে কথা বলতেন। প্রথমে ফেসবুকে, তারপরে ফোনে। ভাষার সমস্যা প্রথম প্রথম হলেও মনের ভাব বুঝতে কারও কোনও সমস্যা হতো না। আর এভাবে কথা বলতে বলতেই বুঝতে পারেন একে অন্যকে ভালোবেসে ফেলেছেন তাঁরা।
ভিডিও কলের মাধ্যমে উভয়েই পরস্পরের পরিবারের সঙ্গে কথা বলেন। তারপরেই বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়া থেকে বরিশালে আসেন সারা। হিন্দু রীতি মেনেই বিয়ে সম্পন্ন হয় দু’জনের। বিয়ের ছবি ফেসবুকে পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল!
অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন দুজনকে। প্রশংসা করেছেন এই ভালোবাসার। বলেছেন, সত্যিকারের ভালোবাসা থাকলে কোনও দূরত্বই তখন আর দূরত্ব থাকে না। আবার উল্টোদিকে অনেকে এই ‘অভিনব’ বিয়ে নিয়ে হাসি মস্করা করেছেন। তবে কে কী ভাবল, সেসবে কান দেওয়া প্রয়োজন মনে করেননি অপু-সারা। আপাতত তাঁরা ব্যস্ত নিজেদের নতুন সংসারে।
Be the first to comment