২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন আরাবুল ইসলাম। বারুইপুর আদালত সোমবার তার জামিন মঞ্জুর করে। তবে ভাঙড়, কাশীপুর এবং রাজারহাট এলাকায় ঢুকতে পারবেন না আরাবুল। ভাঙড়ে হাফিজুল মোল্লাকে খুনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। এ বছরের ১১ মে পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীর সমর্থনে ভাঙড়ে মিছিলের ওপর আরাবুল-বাহিনী বোমা-গুলি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। তাতে মৃত্যু হয় মাছিভাঙার বাসিন্দা হাফিজুল মোল্লার। তিনি পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনায় অভিযুক্ত আরাবুল ইসলামকে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার করে পুলিশ৷
এর আগে ১২ মে সরকারি আইনজীবী বারুইপুর আদালতে আরাবুলের জামিনের আবেদন করেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে অনুপস্থিত থাকেন আরাবুল। সেবার আরাবুলের জামিনের আবেদন স্থগিত রেখে খারিজ করে দেয় বারুইপুর আদালত। কিন্তু এরপর আরও ৪ বার খারিজ হয়ে যায় তাঁর আবেদন। এখন এসএসকেএমে ভর্তি আছেন আরাবুল। সেখান থেকেই মুক্তি পাবেন তিনি। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাচ্ছেন জমি আন্দোলনকারীদের আইনজীবীরা।
Be the first to comment