বিমান নিয়ে আকাশে ওড়ার আগেই আটক পাইলট। অভিযোগ, মদ খেয়েছেন তিনি! তা-ও আবার কোনও সাধারণ পাইলট নয়, সিনিয়র পাইলট। রীতিমতো এয়ার ইন্ডিয়ার ‘বোর্ড অফ ডিরেক্টরের’ সদস্য তিনি। অভিযুক্তের নাম ক্যাপ্টেন অরবিন্দ কাঠপালিয়া।
বিমানবন্দর সূত্রের খবর, বিমান নিয়ে ওড়ার আগে প্রত্যেক পাইলটকেই অ্যালকোহল টেস্ট দিতে হয়। সেই টেস্ট দিতে গিয়েই ধরা পড়ে যান তিনি। তবে অনেকেই ভাবেন, এত সিনিয়র পাইলট এমন করতে পারেন না, নিশ্চয় কিছু ভুল হচ্ছে। তাই পরে ফের তাঁর রক্ত পরীক্ষা করা হয়। সেখানেও বেশ বেশি মাত্রায় অ্যালকোহলের উপস্থিতির প্রমাণ মেলে।
সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে লন্ডনগামী এ আই-১১১ ফ্লাইটের দায়িত্ব ছিলেন অরবিন্দ। দিল্লি থেকে রওনা হওয়ার কথা বেলা পৌনে তিনটে নাগাদ। রুটিন মেডিকেল চেকআপ ছিল দুপুর দেড়টায়। প্রথম বার নিঃশ্বাসের মাধ্যমে অ্যালকোহল পরীক্ষা দিতে গিয়েই ব্যর্থ হন তিনি। এর পরে চিকিৎসক রক্ত পরীক্ষার নির্দেশ দিলে প্রথমে আপত্তি জানালেও শেষমেষ রাজি হন। রক্ত পরীক্ষাতেই অ্যালকোহলের উপস্থিতির প্রমাণ মেলে।
জানা গিয়েছে, এই প্রথম বার নয়। এর আগেও তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ জানিয়েছিল ‘ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলট অ্যাসোসিয়েশন’। সেটা প্রায় একবছর আগের কথা। সে বারে মেডিকেল চেকআপ না করিয়েই দিল্লি-বেঙ্গালুরুগামী বিমান চালাতে উঠে পড়েন তিনি। এমনকী বেঙ্গালুরু পৌঁছনোর পরেও পরীক্ষা দিতে অস্বীকার করেন। সে যাত্রায় কোনও ক্রমে বেঁচে গেলেও, ফের একই অপরাধে ধরা পড়লেন।
Be the first to comment