বিপাকে অরবিন্দ কেজরিওয়াল সরকার

Spread the love

আপ কর্মী সমর্থকদের ধরনা নিয়েই বিপাকে আপ ৷ কেজরিওয়ালের ধরনার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপি ৷ সে মামলা নিয়ে দিল্লি হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ে কেজরিওয়াল সরকার ৷ কেজরিওয়ালের ধরনা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি বিধায়ক বিজেন্দ্র গুপ্তা ৷ তাঁর দাবি, এটাকে ধরনা বলা যায় না ৷ কারও বাড়িতে ঢুকে এভাবে ধরনা করা যায় না ৷ বিজেপি বিধায়কের দায়ের করা মামলার ভিত্তিতে মামলার পর্যবেক্ষণে দিল্লি হাইকোর্ট কেজরিওয়াল সরকারকেই উল্টে প্রশ্ন ছুঁড়ে দেয় ৷ সোমবার মামলার পর্যবেক্ষণে দিল্লি হাইকোর্ট কেজরিওয়াল সরকারের ধরনা নিয়েই প্রশ্ন তোলেন ৷ বিচারপতি বলেন, ‘আইএএসদের ধরনার অধিকার কে দিয়েছে?’

তবে জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কেজরিওয়াল সরকার যাতে তাদের অনশন দ্রুত তুলে নেন তার জন্য দিল্লি হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছেন বিজেন্দ্র গুপ্তা ৷ আগামী শুক্রবার পরবর্তী মামলার শুনানি ধার্য করা হয়েছে ৷ সেই মামলার শুনানিতেই আইএএস অ্যাসোসিয়েশনকে থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

অন্যদিকে, দিল্লির পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে আপ নেতারা বৈঠক করবেন বলে জানা গিয়েছে ৷

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*