জ্বরে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সঙ্গে রয়েছে কাশিও ৷ যার ফলে তড়িঘড়ি নিজেকে আইসোলেট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবারই তাঁর করোনা পরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে ৷
জানা গিয়েছে, রবিবার থেকেই কেজরিওয়ালের শারীরিক সমস্যা দেখা দেয় ৷ যেহেতু তার মধ্যে করোনার উপসর্গ রয়েছে, তাই রবিবার দুপুরের পর থেকে কারও সঙ্গেই দেখা করেননি কেজরিওয়াল৷ তাঁর সমস্ত মিটিং-ও বাতিল করে দেওয়া হয় ৷
শনিবারই অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, দিল্লিতে রাজ্য সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে শুধুমাত্র দিল্লির বাসিন্দাদের করোনা চিকিৎসা করা হবে ৷ শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে দিল্লির বাইরের বাসিন্দাদের চিকিৎসা হবে ৷ দিল্লি সরকারের বিশেষজ্ঞ কমিটির পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী ৷
যদিও বিরোধীরা সরকারের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়৷ অরবিন্দ কেজরিওয়াল অবশ্য দাবি করেন, দিল্লির বাসিন্দাদের মধ্যে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ মৃত্যু হয়েছে ৭৬১ জনের ৷ দিল্লিতে মোট কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ২১৯৷ ১ জুনের পর থেকে প্রতিদিন দিল্লিতে ১২০০-রও বেশি নতুন সংক্রমণের খবর সামনে এসেছে ৷
এই পরিস্থিতিতে খোদ মুখ্যমন্ত্রীর শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় প্রশাসনিক মহলে উদ্বেগ আরও বেড়েছে ৷ গোটা দেশের সঙ্গে দিল্লিতেও সোমবার থেকে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে ৷ ফলে বিপদের আশঙ্কা আরও বাড়ছে ৷
Be the first to comment