জ্বলছে রাজধানী, হিংসা বর্জন করুন; টুইট কেজরিওয়ালের

Spread the love

অগ্নিগর্ভ রাজধানী…!! সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের মাত্রা বেড়েই চলেছে দিল্লিতে। ইতিমধ্যেই এই সংঘর্ষের মধ্যে পড়ে এক পুলিশ কনস্টেবল-সহ অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ১০০ জনের বেশি। তাঁদের মধ্যে আছেন ২০ জন পুলিশকর্মী।

সূত্রের খবর, আজ বেলা ১২ টায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন অমিত শাহ। সেখানে দিল্লির পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এদিন অরবিন্দ কেজরিওয়াল টুইট করে বলেন, “দিল্লির কয়েকটি অঞ্চলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেজন্য আমি অত্যন্ত উদ্বিগ্ন। শহরে শান্তি ফেরানোর জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি, হিংসা বর্জন করুন।”

পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেজরিওয়াল।

কী বললেন তিনি?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*