করোনায় আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সংক্রমণের রিপোর্ট আসতেই আইসোলেশনে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালে টুইট করে তিনি নিজেই কোভিড আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছেন। তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে কোভিড আক্রান্ত হওয়ার খবর দিয়ে আর্জি জানিয়েছেন, যারা বিগত কয়েকদিনে তাঁর সংস্পর্শে এসেছেন তারা যেন দয়া করে টেস্ট করিয়ে নেন। একইসঙ্গে তাদের আইসোলেশনে থাকার আর্জিও জানিয়েছেন তিনি। কেজরিওয়াল নিজে আক্রান্ত হলেও তাঁর পরিবারের কোনও সদস্যের সংক্রমণের কোনও খবর এখনও মেলেনি।
সরকারি তথ্য অনুযায়ী, সোমবার দিল্লিতে নতুন করে আরও ৪ হাজার ৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাজধানীতে বর্তমানে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৬.৪৬ শতাংশ। এই মুহূর্তে দিল্লিতে ৬,২৮৮ জন করোনা রোগী হোম আইসোলেশনে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে একজন রোগীর মৃত্যু হয়েছে। নথি অনুসারে দিল্লিতে করোনার নয়া ভ্যারিয়েন্টের প্রকোপ অনেক বেশি।
অন্যদিকে, আতঙ্ক বাড়াচ্ছে ওমিক্রনও। দেশের ২৩টি জেলায় থাবা বসিয়েছে এই নতুন ভ্যারিয়েন্ট। মোট আক্রান্ত ১৮৯২। পাঁচ জেলায় ওমিক্রন আক্রান্ত ১০০ ছাড়িয়েছে। এর মধ্যে Omicron সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ৫৬৮ জন। দ্বিতীয় দিল্লি। সেখানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৮২। কেরালায় আক্রান্ত ১৮৫ জন, রাজস্থান ১৭৪ জন, গুজরাটে আক্রান্ত ১৫২ জন এবং তামিলনাড়ুতে ওমিক্রনে আক্রান্ত ১২১ জন।
উত্তরোত্তর বেড়েই চলেছে দেশের কোভিড গ্রাফ। ভয়াবহ সংক্রমণ পরিস্থিতি। ফের দৈনিক কোভিড সংক্রমণে লম্বা লাফ। একদিনে প্রায় ৩৩ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। রেড অ্যালার্টের পথে হাঁটছে রাজধানী। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনও।
Be the first to comment