অরবিন্দ সেতুর ওয়েট টেস্ট, কোন পথে যান চলাচল?

Spread the love

স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল আগেই। ইতিমধ্যেই নিষিদ্ধ ভারী যান চলাচল। তারমধ্যে এবার অরবিন্দ সেতুর ওয়েট টেস্টের সিদ্ধান্ত KMDA-এর। সেই কারণে তিন দিন অরবিন্দ সেতু বন্ধ রাখার সুপারিশ করেন ইঞ্জিনিয়াররা। সেই আবেদন জানিয়ে KMDA-র চিফ এগজিকিউটিভ অফিসার অন্তরা আচার্য চিঠি দেন লালবাজারে। লালবাজারের তরফেও দেওয়া হয় সম্মতি। তাই ২২ অগাস্ট রাত সাড়ে এগারোটা থেকে ২৫ অগাস্ট রাত ১১ টা পর্যন্ত বন্ধ থাকবে অরবিন্দ সেতু।

খান্না মোড় থেকে উল্টোডাঙার দিকে যেতে এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর কলকাতার মানুষের বাইপাস অথবা বাগুইআটির দিকে যাওয়ার মূল পথই এই সেতু। আগেই সেতুটির বেশ কয়েকটি জায়গায় ফাটল চিহ্নিত করে সারাই করা হয়েছিল। কিন্তু তারপরও সেতু নিয়ে দুশ্চিন্তা কমেনি। সেই কারণেই অরবিন্দ সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত। কিন্তু সদাব্যস্ত এই সেতু বন্ধ রাখলে উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশে যানজট অবশ্যম্ভাবী। তবে কিছুদিন আগে শিয়ালদহ উড়ালপুল বন্ধ থাকাকালীন কলকাতা পুলিশ যেভাবে ট্র্যাফিক সামলেছে, তার প্রশংসা করেছে শহরবাসী। এপ্রসঙ্গে কলকাতা পুলিশ জানায়, নিখুঁত প্ল্যানিং মাফিক সব হওয়াতেই মসৃণভাবে হয়েছে যান চলাচল। এবারে অরবিন্দ সেতুর ক্ষেত্রেও একই ধরনের প্ল্যান তৈরি করেছে কলকাতা পুলিশ।

নির্ধারিত ওই তিন দিন কোন পথে হবে যান চলাচল?

কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, ২২ তারিখ রাত ১০ টা থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত CIT রোড থেকে উলটোডাঙা রুটের ট্রাম চলাচল বন্ধ থাকবে। ব্যস্তদিনে উলটোডাঙা থেকে আহিরিটোলা পর্যন্ত প্রচুর অটো চলাচল করে। ওই তিন দিনের জন্য অটোগুলি ইস্ট ক্যানাল রোড, কবিরাজ বাগান লেন হয়ে রাজা দীনেন্দ্র স্ট্রিট দিয়ে খান্না পর্যন্ত যাবে। ফিরতি পথেও এই রুট থাকবে একই। 201, S21, KB16 মত যে বাসগুলি শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে খান্না দিয়ে উলটোডাঙা আসে, সেই বাসগুলো শ্যামবাজার মোড় থেকে R.G কর রোড দিয়ে পাতিপুকুর হয়ে উল্টোডাঙার দিকে আসবে।

এছাড়াও উল্টোডাঙা মোড় থেকে যে বাসগুলি হাওড়ার দিকে যায়, সেগুলিকে কাঁকুড়গাছি, মানিকতলা হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ধর্মতলাগামী বাসগুলিকে কাঁকুড়গাছি, ফুলবাগান হয়ে নারকেলডাঙা মেইন রোড দিয়ে যেতে হবে। ফিরতি রুটেও একই পথে চলবে বাস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*