আর্জেন্টিনা শিবিরে শুরু হয়েছে বিদ্রোহ

Spread the love

আর্জেন্টিনা শিবিরে শুরু হয়েছে বিদ্রোহ। জানা গেছে, মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম একাদশ নির্বাচনে কোচ জর্জ সাম্পাওলি হস্তক্ষেপ করবেন না। বিদ্রোহ এমন জায়গায় পৌঁছেছে যে সাম্পাওলিকে কেউ মানছেন না। প্রথম একাদশও নাকি ঠিক করবেন ফুটবলাররাই। এরইমধ্যে বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচ জর্জ সাম্পাওলি বরখাস্ত হচ্ছেন এমনই খবর সংবাদমাধ্যমের। রাশিয়া বিশ্বকাপে টানা দুই ম্যাচ জয়হীন থেকে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার আশঙ্কায় ভুগছে গত বিশ্বকাপের রানার্স-আপ আর্জেন্টিনা। মাঠের খেলায় নেই কোনও পরিকল্পনা কিংবা ফুটবল সৌন্দর্য। যা নিয়ে দলের ময়নাতদন্ত শুরু হয়ে গেছে। তাতে বেরিয়ে আসছে কোচের বিরুদ্ধে ফুটবলারদের বিদ্রোহ ও দলের ভেতর কোন্দল। যা ভালোভাবে নিচ্ছে না আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনও। লন্ডনের দ্য সানের খবর, রাশিয়া বিশ্বকাপের পর বরখাস্ত হচ্ছেন আর্জেন্টিনার কোচ জর্জ সাম্পাওলি। তবে লিভারপুল মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানোর নেতৃত্বে দলের সিনিয়র খেলোয়াড়রা চান এখনই তাকে কোচের পদ থেকে ছেঁটে ফেলা হোক। একইসঙ্গে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী ফুটবলার জর্জ বুরুচাগাকে মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে কোচের আসনে দেখতে চান তারা। জানা যাচ্ছে, খেলোয়াড়রা গত শুক্রবার রাতে সাম্পাওলি, তার কোচিং স্টাফ এবং আর্জেন্টিনা ফুটবলা ফেডারেশনের প্রধানের সঙ্গে দেখা করেন। খেলোয়াড়রা পরিষ্কার জানিয়ে দেন, তারা কোচের ওপর বিশ্বাস ও শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন। এদিকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লাডিও টাপিয়া বিশ্বকাপ পর্যন্ত সাম্পাওলিকে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন। একই সঙ্গে বিশ্বকাপের পর যে তাকে আর রাখা হবে না সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*