রাশিয়া বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা বিদায় নিয়েও থেকে যাচ্ছে মাঠে। রবিবার ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে যে রেফারিরা থাকবেন তারাও আর্জেন্টাইন। ফাইনাল ম্যাচের রেফারির নাম নেস্তর পিতানা। তিনি অভিনয় করে পর্দা মাতিয়েছেন একসময়। এরপর শরীরচর্চার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ফুটবল ম্যাচে রেফারি হিসেবে বাঁশিতে ফু দেওয়া শুরু করেছেন ২০০৭ সাল থেকে। রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ধরে তিনি এই আসরে পাঁচটি ম্যাচে দায়িত্ব পালন করবেন। এছাড়া ৪৩ বছর বয়সী এই রেফারির পরিচালনায় রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স-ক্রোয়েশিয়া দুই দলই খেলেছে। এছাড়া ফাইনালে পিতানার সহকারী দুই রেফারিও আর্জেন্টাইন। তাদের নাম হারনান মাইদানা ও হুয়ান পাবলো বেলাত্তি। পিতানা অবশ্য এর আগে আরও একটি বিশ্বকাপ ফাইনালের ম্যাচ পরিচালনা করেছেন।
Be the first to comment