রাশিয়া বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার কোচ সাম্পাওলি স্ট্রাইকার হিসেবে লিওনেল মেসি ছাড়াও দলে নিয়েছেন সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুইন, পাওলো দিবালা ও মাউরো ইকার্দি।
আগামী ৪ জুনের মধ্যে ২৩ সদস্যের দল ঘোষণা করা হবে। ১৪ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ডি তে। প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে আইসল্যান্ড , ক্রোয়েশিয়া ও নাইজেরিয়াকে। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।
আর্জেন্টিনা দল :
গোলরক্ষক: সার্জিও রোমেরো , উইলফার্ডো কাবাল্লেরো , নাহুয়েল গুজম্যান ও ফ্রাঙ্কো আরমানি।
রক্ষণভাগ : গ্যাব্রিয়েল মার্কাদো , এডুয়ার্ডো সালভিয়ো , জাভিয়ার মাশ্চেরানো , নিকোলাস ওটামেন্ডি , জার্মান পেজ্জেল্লা , ফেড্রিকো ফাজিও , মার্কোস রোহো , রামিরো ফুয়েনস মোরি , নিকোলাস তাগলিয়াফিকো , মার্কোস আকুনা ও ক্রিস্টিয়ান আনসালদি।
মধ্যমভাগ : ম্যানুয়েল লানজিনি , রিকার্ডো সেঞ্চুরিওন , ম্যাক্সিমিলিয়ানো মেজা , লুকাস বিগলিয়া , গুইদো পিজারো , এনজো পেরেজ , এভার বানেগা , জিওভানি লো সেলসো , লিওনার্দো পারেদেস , রদ্রিগো বাট্টাগলিয়া , অ্যাঞ্জেল ডি মারিয়া ,ক্রিস্টিয়ান পাভোন ও পাবলো পেরেজ।
আক্রমণভাগ: লিওনেল মেসি , পাওলো দিবালা , সার্জিও আগুয়েরো , গঞ্জালো হিগুইন , মাওরো ইকার্দি , দিয়েগো পেরোত্তি ও লাউটারটো মার্টিনেজ।
Be the first to comment