অবশেষে কাটল জটিলতা। ফেব্রুয়ারিতে কলকাতার অ্যাকোয়াটিকায় হবে অরিজিৎ সিংয়ের কনসার্ট। এখন থেকেই বুকিং করতে পারবেন টিকিট।
অরিজিৎ সিংয়ের কনসার্ট নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ইকো পার্কের অনুষ্ঠান ‘বাতিলে’র কারণ নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছে। গোটা ঘটনায় রং লেগেছিল রাজনীতির। এসবের মাঝেই প্রকাশ্যে এল অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানের দিনক্ষণ ও স্থান। জানা গিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি অ্যাকোয়াটিকার খোলা মঞ্চে হবে অরিজিতের শো। সূত্রের খবর, অনুষ্ঠানের সর্বনিম্ন টিকিট মূল্য সাড়ে তিনহাজার টাকা।
প্রায় ১৭ একর জায়গায় কলকাতার সব থেকে বড় থিম ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকা। অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান মানেই অনুরাগীরা ভিড় জমাবেন সেখানে। প্রবল ভিড়ের আশঙ্কা রয়েছে। অ্যাকোয়াটিকায় খোলা মেলা পরিবেশে অনুষ্ঠান হলে সকলের সুবিধা হবে বলেই মনে করছেন আয়োজকরা। থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও।
প্রসঙ্গত, এর আগে অরিজিৎ সিংয়ের ইকো পার্কের শো বাতিল অনেকরকম তথ্য প্রকাশ্যে আসে। একদল দাবি করে, গেরুয়া গান করায় ইকো পার্কে অনুষ্ঠানের অনুমতি মেলেনি। অন্যতরফে দাবি করা হয়, অনুষ্ঠানের অনুমতি চাওয়াই হয়নি। পরবর্তীতে শোনা যায়, ইকো পার্ক নয়, অ্যাকোয়াটিকায় হতে চলেছে অরিজিতের কনসার্ট। প্রসঙ্গত সলমন খানের অনুষ্ঠান করার কথা ছিল ইকো পার্কে। তাও বাতিল করা হয়েছে বলে খবর।
Be the first to comment