শেষ মুহূর্তে অরিন্দমের ভুলে ট্রফি হাতছাড়া ATK মোহনবাগানের

Spread the love

তীরে এসে তরী ডুবল। ATK মোহনবাগানকে হারিয়ে নতুন ISL চ্যাম্পিয়ন মুম্বই সিটি FC। ম্যাচের একেবারে অন্তিম লগ্নে মোহনবাগান গোলকিপার অরিন্দম ভট্টাচার্যের ভুলে গোল করে নায়ক হলেন মুম্বইয়ের বিপিন সিং। ম্যাচ শেষে স্কোরলাইন ২-১।

প্রথমার্ধে দারুণ শুরু করে মোহনবাগান। আক্রমণের মাধ্যমে চাপ বাড়াতে থাকে মুম্বই ডিফেন্সে। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করেন ডেভিড উইলিয়ামস। এর ঠিক ১২ মিনিট পর, অর্থাৎ, ম্যাচের ২৯ মিনিটে সমতায় ফেরে মুম্বই। ভুল করে আত্মঘাতী গোল করে বসেন মোহনবাগান ফুটবলার তিরি। এরপর অবশ্য ব্যবধান বাড়ানোর জন্য দুর্দান্ত প্রচেষ্টা দেখা যায় রয় কৃষ্ণার পক্ষ থেকে। তবে গোল পেতে ব্যর্থ হয় মোহনবাগান। প্রথমার্ধের ঠিক আগে গুরুতর চোট পান মুম্বই ফুটবলার আমেয় রানাওয়াডে।

এইজন্য খেলা কিছুক্ষণ বন্ধও রাখা হয়।প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিল ১-১।দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই অন্য মেজাজে খেলতে শুরু করে মুম্বই সিটি এফসি। অপরদিকে, ইতিবাচক ফুটবল খেলার চেষ্টা করে সবুজ মেরুন ব্রিগেডও। তবে রয় কৃষ্ণাকে ঘিরে শক্ত জোনাল মার্কিং করে মুম্বই ফুটবলাররা। ৫৪ মিনিটে হলুদ কার্ড দেখেন মোহনবাগান ফুটবলার প্রীতম কোটাল।

এরপর মুম্বইয়ের সেটপিস থেকে দুর্দান্ত সেভ করেন অরিন্দম ভট্টাচার্য। ম্যাচ জুড়ে নাটক অব্যাহত থাকে। অফসাইডের কারণে এরপর গোল বাতিল হয় মোহনবাগানের। ম্যাচের একবারে অন্তিম লগ্নে অরিন্দম ও সন্দেশের ভুলে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন মুম্বই সিটি এফসি-র বিপিন সিংহ। মাথা ঠাণ্ডা রেখে বিপিনের দিকে পাশ বাড়িয়েছিলেন ওগবেচে। ম্যাচের সেরাও হন বিপিন সিং।

এরইসঙ্গে ফাইনালে এটিকে মোহনবাগানকে হারিয়ে প্রথমবারের জন ISL খেতাব জিতল মুম্বই সিটি এফসি। একই সঙ্গে চলতি প্রতিযোগিতায় হাবাসের দলের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করলেন সার্জিও লোবেরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*