কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছেঃ আরিজ আফতাব

Spread the love

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজ্যে তৃতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। পাশাপাশি, তিনি আরও বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিন রাজ্যের এডিজি (আইন-শৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তাকে পাশে বসিয়ে আরিজ আফতাব বলেন, দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজ ভোট শান্তিপূর্ণ হয়েছে। সকালে কিছু ইভিএম বিকল হয়েছিলো। তা পরে ঠিকও করে দেওয়া হয়। তিনটি ঘটনা ঘটেছে তার মধ্যে একটি হলো – ভগবানগোলা ২ ব্লক বালিগ্রাম প্রাইমারি স্কুলের ১৮৮ নম্বর বুথে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। চারজন জখম হয়েছেন। একজন মারা গেছেন, রানিতলা থানাতে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও দুটি ঘটনার কথা বলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি বলেন, একজন রিজার্ভ ভোটকর্মী রিপোর্ট করেছিলেন। পরে তিনি মারা যান। তদন্তের পর বিষয়টি বলা যাবে। আর একটি ছোটো ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে চাকডোবাতে ভোটদানে বাধা দেওয়া হয়। পরে ফের ভোট শুরু হয়।

অপরদিকে, বিকেল ৫টা পর্যন্ত বালুরঘাটে ৮০.৯৮ শতাংশ ভোট পড়েছে। মালদা উত্তর ও মালদা দক্ষিণে ভোটদানের হার যথাক্রমে ৭৬.৪৩ ও ৭৭.৪৫ শতাংশ। জঙ্গিপুরে ৭৮.৫৮ শতাংশ ভোট পড়েছে। আর মুর্শিদাবাদে ৮১.৪১ শতাংশ ভোট পড়েছে। আর রাজ্যের পাঁচটি কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৭৮.৯৭ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*