বিশ্বকাপের প্রস্তুতিতে ফ্রান্স হারলো কলম্বিয়ার কাছে, আর্জেন্টিনার জয়

Spread the love

শুক্রবার রাতে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে অংশগ্রহণকারী প্রায় সব দলই মাঠে নেমেছিল। প্রস্তুতি ম্যাচে ফেভারিট দলগুলো যে যার আধিপত্য বজায় রেখে ম্যাচগুলোয় জয় লাভ করেছে। কিন্তু হোঁচট খেয়েছে ফ্রান্স। দুই গোলে এগিয়ে থেকেও কলম্বিয়ার কাছে ৩-২ ব্যবধানে হেরে গেছে তারা। আর প্রথমবারের মতো কলম্বিয়ার কাছে তারা হারলো। লুইস মুরিয়েল, রাদামেল ফ্যালকাও ও হুয়ান কুইন্টেরোর গোলে দারুণ এক জয় তুলে নেয় কলম্বিয়া।
বর্তমান ৩০ বছর বয়সী আর্জেন্টিনার সুপারস্টার মেসিকে নিয়েই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। শুক্রবার চোটের কারণে প্রস্তুতি ম্যাচে মাঠে নামেননি মেসি। ইংল্যান্ডের ম্যানচেস্টারের ইত্তিহাদ স্টেডিয়ামে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইতালির বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা। তারপরও এ ম্যাচে ইতালির বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় তারা। আসন্ন বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় গত নভেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যান ইতালির অধিনায়ক জিয়ানলুইজি বুফন। কিন্তু অবসর ভেঙে শুক্রবার আর্জেন্টিনার বিপক্ষে আবারো মাঠে নামেন এ অভিজ্ঞ গোলরক্ষক। এ ম্যাচে আর্জেন্টিনার সামনে একাই দেয়াল হয়ে দাঁড়ান ইতালির গোলরক্ষক বুফন। মূলত তার প্রতিরোধেই প্রথমার্ধে গোলহীন থাকে।
এক নজরে প্রস্তুতি ম্যাচের ফলাফল –
রাশিয়া ০-৩ ব্রাজিল
নরওয়ে ৪-১ অস্ট্রেলিয়া
তুরস্ক ১-০ আয়ারল্যান্ড
গ্রিস ০-১ সুইজারল্যান্ড
হাঙ্গেরি ২-৩ কাজাখস্তান
জাপান ১-১ মালি
তিউনেশিয়া ১-০ ইরান
সৌদি আরব ১-১ ইউক্রেন
সার্বিয়া ১-২ মরক্কো
আর্জেন্টিনা ২-০ ইতালি
অস্ট্রিয়া ৩-০ স্লোভেনিয়া
জার্মানি ১-১ স্পেন
নেদারল্যান্ডস ০-১ ইংল্যান্ড
পোল্যান্ড ০-১ নাইজেরিয়া
পর্তুগাল ২-১ মিশর
ফ্রান্স ২-৩ কলম্বিয়া

 

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*