অর্জুন সিংকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল

Spread the love

অর্জুন সিংকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার ব্যারাকপুরের শ্যামনগরে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেইসময় মাথা ফাটে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। বিজেপির অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটেছে সাংসদের। ঘটনায় প্রাথমিক চিকিৎসার পর অর্জুন সিংকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে সোমবার সকালে অর্জুন সিংকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল ৷ সেইসময় হাসপাতালে উপস্থিত ছিলেন অর্জুনপুত্র পবন সিংও ৷ অর্জুনের শারীরিক অবস্থার খোঁজ নেন রাজ্যপাল ৷ হামলার নিন্দা করেন তিনি ৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বর্তমান রাজ্যপাল।

এদিন হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষকদের উপর হিংসার ঘটনা দেখে আমার কষ্ট হচ্ছে । আমি চাই রাজ্যে আইনের শাসন কায়েম থাকুক। বন্ধ হোক হিংসা। কিন্ত রাজ্যে যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের। সাংসদের ওপর এধরনের হামলা নিন্দাজনক। রাজ্যের উচিত উন্নয়নের দিকে নজর রাখা।” পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট জায়গায় জানাবেন বলে জানান তিনি। তবে রাজ্যপালের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে অর্জুনকে দেখতে গতকাল হাসপাতালে গেছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায়। অর্জুনের উপর হামলার নিন্দা করেন তাঁরা। এই বিষয়ে দিলীপবাবু বলেন, জনপ্রতিনিধিদের মারধর করা হচ্ছে ৷ তাঁরা এরাজ্যে সুরক্ষিত নন ৷

ঘটনার সূত্রপাত রবিবার সকালে। শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। পার্টি অফিস দখলের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করে বিজেপি। সার্কাস মোড়ে অবরোধ চলাকালীন পুলিশ যায়। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে। অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে। সেই সময় পুলিশ স্থানীয় বিধায়ক পবন সিংকে আটক করে। পুলিশ অর্জুনপুত্রকে আটক করতেই আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু হয়। পাল্টা গুলি চালানো হয় পুলিশের তরফে। সেই সময় সংঘর্ষ চলাকালীন লাঠির ঘায়ে সাংসদ অর্জুন সিংয়ের মাথা ফেটে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*