রাজীব কুমার কোথায় আছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে এখন রীতিমতো কালঘাম ছুটছে সিবিআই-এর বাঘা বাঘা অফিসারদের। এই প্রেক্ষাপটে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। রাজীব কুমারকে খুন করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমন সন্দেহই প্রকাশ করেছেন ব্যারাকপুরের সাংসদ। রাজীব কুমার প্রসঙ্গে অর্জুন বলেন, আমাদের সন্দেহ রয়েছে। এক, মমতা বন্দ্যোপাধ্যায় খুন করে দিতে পারেন। দ্বিতীয়ত, আইপিএস অফিসাররা ছুটিতে গেলে, ফোন নম্বর ও ঠিকানা জানাতে হয়। তবুও ওকে পাওয়া যাচ্ছে না। তাই মনে হচ্ছে, সরকার ওকে আড়াল করছে। কারণ, উনি মুখ খুললে সারদা-নারদার সব তথ্য বেরিয়ে আসবে, তাই ওকে সরাতে চাইছে।
এরপরই অর্জুন বলেন, রাজীব কুমারের পরিবারের লোককে বলছি, যদি উনি জীবিত থাকেন, তাহলে ওঁকে আত্মসমর্পণ করতে বলুন। না হলে, এই সরকার যা খুশি করতে পারে। রাজীব কুমারের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তৃণমূলের গুন্ডারা ওঁর ক্ষতি করতে পারে।
প্রসঙ্গত, রাজীব কুমারের খোঁজ পেতে উঠেপড়ে লেগেছে সিবিআই। কিন্তু এখনও পর্যন্ত কলকাতার প্রাক্তন নগরপালের কোনও হদিশ পায়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
Be the first to comment