ফের উত্তপ্ত বারাকপুর-টিটাগড়। অর্জুন ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা তথা আইনজীবী মনীশ শুক্লার খুনের ঘটনায় রবিবার রাত থেকেই থমথমে অবস্থা শিল্পাঞ্চলের। বিজেপির এই দাপুটে নেতাকে খুনের ঘটনায় রাজ্যের শাসকদল তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন টুইটে বারাকপুরের বিজেপি সাংসদ লিখেছেন, ছোট ভাইয়ের মতো ছিলেন মণীশ শুক্লা। তৃণমূল ও পুলিশকে তাদের কৃতকর্মের ফল ভুগতে হবে।
বিস্ফোরক অভিযোগে তিনি বলেন, মনীশ শুক্লাকে খুন করিয়েছে পুলিশই। এই খুনের ঘটনায় পুলিশের অস্ত্রই ব্যবহার করা হয়েছে। সোমবার সকালে বিজেপির সাংসদ অর্জুন সিং দাবি করে বলেন মণীশ শুক্লাকে পুলিশ প্ল্যান করে খুন করেছে। এই খুনে সামান্য কোনও অস্ত্র ব্যবহার করা হয়নি। এই অস্ত্র বারাকপুর লাটবাগানের পুলিশ ট্রেনিং কলেজ থেকে বেরিয়েছিল। আর যে বুলেট ব্যবহার করা হয়েছে তাও পুলিশের থেকেই এসেছে।
অর্জুন সিং আরও অভিযোগ করে বলেন এটি একটি রাজনৈতিক হত্যার ঘটনা। এই খুনের ঘটনাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনেই বারাকপুর পুলিশ এই ঘটনা ঘটিয়েছে। আমরা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করছি।সিবিআই তদন্ত ছাড়া এই খুনের আসল খুনিদের গ্রেফতার করা যাবে না।
তিনি এদিন বলেন মণীশ শুক্লা রবিবার আমার সঙ্গেই ছিল। আমরা গতকাল একসঙ্গে বাউড়িয়া গিয়েছিলাম। আমি কলকাতা চলে গেলাম আর মনীশ বাড়ি ফিরে গেল। ওর সঙ্গে কোনও নিরাপত্তা রক্ষীও ছিল না। কাল আমরা একসাথে ফিরলে হয়তো আমরা দুজনে এক সাথে মারা যেতাম। তবে এই বারাকপুরে তো রক্ষকই এখন ভক্ষক হয়ে গিয়েছে । দিল্লি থেকে পার্টির কেন্দ্রীয় নেতারা আসবেন এখানে তাঁরা ফিরে গিয়ে তাদের রিপোর্ট দেবেন। আমরা চাই পুলিশ এই কাজ করেছে তাই পুলিশ কোনও সঠিক তদন্ত করবে না। তাই সিবিআই তদন্তের দাবি করছি আমরা। আর পুলিশ এই ঘটনা জড়িত বলেই থানার সামনে ঘটনা ঘটলো আর থানার সিসি টিভি ক্যামেরা গুলো সব খারাপ হয়ে গেল ?এট মানা কি সম্ভব?
Be the first to comment