অর্জুন সিংয়ের বাড়ি কাছেই চলল গুলি, জখম বিজেপি সমর্থক

Spread the love

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে দিনে দুপুরে গুলি ৷ গুলিবিদ্ধ এক জুটমিল শ্রমিক। নাম রাজু সাউ ৷ এলাকায় বিজেপি সমর্থক বলেই পরিচিত ওই যুবক ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে শারীরিক অবস্থার অবনিত হয়ে নদিয়ার জওহরলাল নেহরু মেডিকেল কলেজে ও হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ওই যুবককে আক্রমণ করে ৷ পরে পুলিশ ঘটনাস্থলে এলে, স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় ৷ গুলি চলার ঘটনায় তৃণমূল ঘনিষ্ঠ রাজা আনসারি ও তার দলববলের দিকে অভিযোগ তুলছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ লোকজন গুলির শব্দ শুনে বেরিয়ে এলে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রাই গুলিবিদ্ধ রাজুকে হাসপাতালে নিয়ে যান ৷ জগদ্দলের যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেখান থেকে থানা বেশি দূরে নয় ৷ তারপরও পুলিশ আসতে আসতে প্রায় দুই ঘণ্টা লেগে যায় ৷ সাংসদের বক্তব্য, পুলিশের সামনে দিনের পর দিন এইভাবে গুলি, বোমা নিয়ে ঘুরছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা মারছে। তবুও পুলিশ চুপ।

সাংসদের অভিযোগ, দুষ্কৃতীদের না গ্রেফতার করে নিরপরাধ মানুষদের গ্রেফতার করছে পুলিশ। ভাটপাড়া তথা বাংলায় আইনের কোনও শাসন নেই। বোমা, গুলি নিয়ে দিনের বেলায় দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। যদিও স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় সিংয়ের বক্তব্য, নিজেদের মধ্যে বচসার জেরে গুলি চলেছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*