অর্জুন সিং এর z প্লাস নিরাপত্তা মামলার আবেদন নাকচ আদালতের

Spread the love

অর্জুন সিং এর z প্লাস নিরাপত্তা মামলার আবেদন নাকচ আদালতের। বিচারপতি শম্পা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন চেয়ে মামলা করেছিলেন অর্জুন সিং। তবে সেই আবেদন নাকচ হয়ে গেল বৃহস্পতিবার। বিচারপতি শম্পা সরকারের মন্তব্য, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ। এখানে  পুলিসি নিষ্ক্রিয়তার কোনও সম্পর্ক নেই। তাই বিচারপতি শম্পা সরকারের এই মামলা শুনানি গ্রহণের এক্তিয়ার নেই। আবেদনকারীকে নির্দিষ্ট বেঞ্চে আবেদন জানাতে হবে।

বুধবার সকাল দশটা নাগাদ নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানান স্বয়ং অর্জুন সিং। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে আবেদন জানায়েছেন সদ্য বিজেপি থেকে তৃণমূলে ফেরা এই সাংসদ। বিজেপি’র সাংসদ হওয়ার পরেই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অর্জুন সিং। কিন্তু, ২০২১ সালের শেষের দিকে নিরাপত্তা বাড়ানো হয়। জেড ক্যাটেগরিতে নিয়ে আসা হয় অর্জুনকে। একাধিক কমান্ডো তাঁকে সব সময়ে ঘিরে রাখত। কিন্তু, এই মুহূর্তে তৃণমূলে যোগ দিয়েছেন সাংসদ। যদিও তার পরেও সাংসদকে সব সময়ই ঘিরে রেখেছিল কেন্দ্রের বাহিনী। আর এই বাহিনী থাকা নিয়ে একটা জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে।

এতদিন পর্যন্ত অর্জুন বিজেপিতে থাকায় তাঁর নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র। কিন্তু তৃণমূলে যোগদান করায় তাঁর জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হয়। বিষয়টি জানার পরই আদালতে মামলার আবেদন জানান সাংসদ অর্জুন সিং। সেই মামলার আবেদনও গ্রহণ হল না আদালতে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*