আগামী পাঁচদিন গ্রেপ্তার করা যাবে না অর্জুন সিংকে। এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি এম আর শাহর বেঞ্চ। সেইসঙ্গে পশ্চিমবঙ্গর পরিস্থিতি নিয়েও উদ্বেগপ্রকাশ করেন বিচারপতিরা। তাঁরা জানান, পশ্চিমবঙ্গে হিংসা এখন খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ১৪ মার্চ বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। তারপর থেকে আটটি থানায় মোট ৩৬টি মামলা রুজু করে তৃণমূল কংগ্রেস। তাই গ্রেপ্তারি এড়াতে আগাম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অর্জুন। আজ আবেদনের শুনানিতে শীর্ষ আদালত জানায়, আগামী পাঁচদিন তাঁকে গ্রেপ্তার করা যাবে না। এবিষয়ে অর্জুন সিং বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানাই। আমাদের দেশে এখনও আইন রয়েছে।
Be the first to comment