সাদা পোশাকে পুলিশ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। ভয় দেখাচ্ছে। আবার অনুরোধ করছে ভোট দিতে না যাওয়ার জন্য। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার তাঁর দাবি, ভবানীপুর উপনির্বাচনে রাজ্য সরকারের পুলিশ শাসক দলের হয়ে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে।
এদিন অর্জুন সিংয়ের অভিযোগ, বড় বড় আবাসনের সামনে গিয়ে বাসিন্দাদের পুলিশ হুমকি দিচ্ছে। ভোট দিতে যেতে বারণ করছে। সাদা পোশাকে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এই নিয়ে নির্বাচন কমিশনে তিনি নালিশও জানিয়েছেন বলে জানান বারাকপুরের সাংসদ।
অর্জুনের কথায়, আমার কাছে খবর আসছে হাইরাইজিং বিল্ডিংয়ে সাদা ড্রেসে পুলিশ গিয়ে ভোটারদের ধমকাচ্ছে। হাত জোড় করে বলছে, ভোট দিতে বেরবেন না, নাহলে আমাদের চাকরি চলে যাবে। এই অবস্থায় রাস্তায় যারা গাড়ি নিয়ে বেরচ্ছেন অসুবিধায় পড়ছেন।
অর্জুন আরও যোগ করেন, এই এলাকায় তো অনেক সফিস্টিকেটেড মানুষ আছেন, যাঁরা গাড়ি নিয়ে ভোট দিতে যাচ্ছেন। তাঁদের গাড়িতেও বাধা দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, অর্জুনের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করছে। আদৌ সাংসদের অভিযোগের কতটা সত্যতা রয়েছে তা জানার চেষ্টা করছে কমিশন। অর্জুনের এই অভিযোগ সংবাদমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে প্রকাশ্যে এসেছে। সত্যিই এ ধরণের কোনও ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর।
বহুতলে গিয়ে পুলিশ ভয় দেখাচ্ছে? ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। তারা কি মোবাইলে ভিডিয়ো গেম খেলছে? বিজেপি সাংসদের অভিযোগের প্রেক্ষিতে এমনই কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল শিবির।
Be the first to comment