হাইকোর্টে বড় স্বস্তি অর্জুন সিংয়ের, ভাটপাড়া গুলিকাণ্ডে গ্রেপ্তারের স্থগিতাদেশ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভাটপাড়া গুলি কাণ্ডে বড় স্বস্তি ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিংহের। ২১ এপ্রিল পর্যন্ত তাকে গ্রেফতার না করার নির্দেশ উচ্চ আদালতের। বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশের কাছে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ তলব করেছেন। ১৭ এপ্রিলের মধ্যে হাইকোর্টে সেই ফুটেজ জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি। তবে ইতিমধ্যে তদন্তে সমস্ত রকম সহযোগিতা করতে হবে অর্জুন সিংহকে। ১৭ এপ্রিল ফের শুনানি এই মামলার।
অর্জুন সিংহের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে উদ্দেশ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইয়ার দায়ের করে জগদ্দল থানার পুলিশ। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে পাঁচবার সমন পাঠিয়েছিল। কিন্তু, একবারও তিনি থানায় হাজিরা না দেওয়ায় ব্যারাকপুর মহকুমা আদালত গত ১ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তার আগেই গত ২৮ মার্চ পুলিশের দায়ের করা এফয়াইয়ার খারিজ করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ব্যারাকপুরের এই ‘দাপুটে’ বিজেপি নেতা অর্জুন সিং। গত ২ এপ্রিল বিচারপতি জয় সেনগুপ্ত অর্জুন সিংহকে মৌখিক ভাবে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে।
অর্জুন সিংহের পালটা অভিযোগ ছিল যে, তাঁর বাড়িতে বোমাবাজির ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনও সেই ঘটনায় এফয়াইয়ার করেনি। অথচ, পুলিশ অন্য মামলায় এফআইয়ার করে তাঁকে বার বার সমন পাঠাচ্ছে। আসলে তিনি বিরোধী রাজনৈতিক দলের সদস্য হওয়ায় তাঁকে নানা ভাবে মিথ্যা মামলায় হেনস্থা করছে পুলিশ। পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছিলেন ব্যারাকপুরের বিজেপি নেতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*