অর্জুন সিংকে ‘জেড’ ক্য়াটেগরির নিরাপত্তা কেন্দ্রের

Spread the love

‘জেড’ ক্য়াটেগরির নিরাপত্তা পাচ্ছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার থেকেই বাড়ানো হয়েছে তাঁর সুরক্ষাবেষ্টনী ৷ ব্য়ারাকপুরের সাংসদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে সিআইএসএফ-কে ৷ গত ১৩ সেপ্টেম্বর এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক। সংবাদমাধ্যমকে নিজেই একথা জানিয়েছেন অর্জুন সিং।

সংশ্লিষ্ট সূত্রের খবর, অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির জেরেই তাঁর সুরক্ষা বাড়ানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ উল্লেখ্য, দিন কয়েক আগেই অর্জুনের বাড়ির সামনেই অন্তত তিনটি বোমা ছোড়া হয় ৷ ভোর রাতের সেই হামলায় কয়েকজন জখমও হন ৷

পাশাপাশি, এই ঘটনায় অর্জুন সিংয়ের বাড়ির বাইরের ফটকও কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ৷ তবে সেই ঘটনার সময় অর্জুন তাঁর ভাটপাড়ার বাড়িতে ছিলেন না ৷ তিনি ছিলেন দিল্লিতে ৷ তাঁর অভিযোগ ছিল, তৃণমূল আশ্রিত গুন্ডারাই তাঁর বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ৷ অর্জুনের দাবি, যেহেতু আসন্ন বিধানসভা উপনির্বাচনে দল তাঁকে ভবানীপুর কেন্দ্রের পর্যবেক্ষক নিয়োগ করেছে, সেই কারণেই তাঁর উপর হামলা চালানো হচ্ছে ৷

তবে এই প্রথম নয় ৷ অর্জুনের বাড়ির সামনে এবং তাঁর এলাকায় এর আগেও বহুবার তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা ৷ যবে থেকে অর্জুন বিজেপি-তে যোগ দিয়েছেন, তাঁর অভিযোগ, এই সমস্ত ঘটনার পিছনেই হাত রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ৷ অথচ একটা সময় সেই দলেরই সদস্য ছিলেন তিনি ৷ আর এখন সেই তৃণমূলই তাঁকে খুন করতে চায় বলে অভিযোগ অর্জুনের ৷

সূত্রের দাবি, অর্জুনের অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর সেই কারণেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ প্রসঙ্গত, এর আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্য়োপাধ্য়ায়েরও সুরক্ষা বাড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ ২০১৯ সালে নিরাপত্তা বাড়ানো হয় বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও ৷ তাঁকেও ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এছাড়া, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী হওয়ার পর নিরাপত্তা বেড়েছে নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুরদেরও ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*