তেজস যুদ্ধবিমানের পর ‘আত্মনির্ভর ভারত’-এর অন্তর্গত দেশে তৈরি অর্জুন যুদ্ধ ট্যাঙ্ক হাতে পেল সেনা। এদিন চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান এমএম নারাভানের হাতে অর্জুন ‘মেন ব্যাটল ট্যাঙ্ক (মার্ক-১এ)’ তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এটি হল এই ট্যাঙ্কের আধুনিক সংস্করণ। এদিন তামিলনাড়ু ও কেরলে একাধিক কর্মসূচি ও প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অর্জুন ‘মেন ব্যাটল ট্যাঙ্ক (মার্ক-১এ)’ তৈরি করেছে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। এটি মূলত ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছে। এই যুদ্ধট্যাঙ্কটি আদতে একটি আর্মার্ড ভেহিকল।
Be the first to comment