আন্তরাজ্য অস্ত্র কারবারি সিআইডির জালে

Spread the love

বড়োসড়ো আন্তরাজ্য অস্ত্র কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর তীনা নতুনপল্লি গ্রাম থেকে। ধৃতের নাম ভোলা ভকত। প্রায় আট মাস আগে পূর্ব বর্ধমানের ভাতাড়ের নাসিগ্রামে থেকে সিআইডি অস্ত্র কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মানিক মল্লিককে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি আন্তরাজ্য অস্ত্র কারবারের হদিশ পায়। গতকাল রাতে ভোলা ভকতকে সিআইডি তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে সাতটি আগ্নেয়াস্ত্র সিআইডি উদ্ধার করে। সঙ্গে ৩৫ টি তাজা গুলি। সাতটি আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি সেভেন এম এম পিস্তল, একটি সিক্স এম পিস্তল ও পাঁচটি ইমপ্রোভাইজ। সিআইডি প্রাথমিকভাবে জেরা করে জানতে পেরেছে একটি বড়োসড়ো আন্তরাজ্য অস্ত্র কারবারি চক্র ভাগলপুর থেকে অস্ত্র আমদানি করে তা কলকাতা, বীরভূম-সহ রাজ্যের বিভিন্ন জেলায় সরবরাহ করে। মূলত ট্রেন ও বাস পথে অস্ত্র আমদানি করা হত। ধৃতকে এদিন কালনা মহকুমা আদালতে তোলা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*