বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিললো হাওড়ায়

Spread the love

এ বার বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিললো হাওড়ায়। পুলিশ জানিয়েছে, টিকিয়াপাড়ার গঙ্গারামপুর বৈরাগী লেনের এই কারখানায় বেআইনি অস্ত্র তৈরির খবর আগেই ছিল তাদের কাছে। গোপন সূত্রে খবর পেয়েই অভিযানে নামে পুলিশ। উদ্ধার হয়েছে ৪০টি পিস্তল। সঙ্গে উদ্ধার হয়েছে অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম।

এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্ৰেফতার করেছে পুলিশ। এরা হলো মহম্মদ আনোয়ার, মহম্মদ নিরাজ আনসারি এবং মহম্মদ সোহেল আলম। পুলিশ জানিয়েছে, এই তিনজনই বিহারের মুঙ্গেরের বাসিন্দা। এই বেআইনি অস্ত্র কারখানার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা জানতে ধৃতদের জিজ্ঞসাবাদ শুরু করেছে পুলিশ।

তবে হাওড়া জেলায় এমন ঘটনা নতুন নয়। এমনিতেই হাওড়া শিল্পাঞ্চলে ভিন রাজ‍্য থেকে কাজ করতে আসেন বহু মানুষ। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দুষ্কৃতীদের আনাগোনা। স্থানীয়রাও জানিয়েছেন, দুষ্কৃতী দৌরাত্মের জন্য এই টিকিয়াপাড়ার নাম সবসময়ই শীর্ষে থাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*