
রোজদিন ডেস্ক, কলকাতা:- দক্ষিণের পর এবার উত্তর কাশ্মীর। বন্দিপোরার কুলনার বাজ়িপোরায় লুকিয়ে রয়েছে জঙ্গিদের একটি দল। এই খবর পেতেই শুক্রবার ভোর থেকে তল্লাশি অভিযান শুরু করে সেনা বাহিনী। লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে বন্দিপোরায় সেনা বাহিনীর একের পর এক গাড়ি গিয়ে হাজির হতে শুরু করে। বন্দিপোরায় লস্করের প্রথম সারির জঙ্গি আলতাফ লালিকে খতম করল বাহিনী। মৃত আলতাফ লালি কাশ্মীরে লস্করের অন্যতম কম্যান্ডার এবং রিক্রুটার ছিল বলে খবর। পহেলগাঁও হামলার সঙ্গে লালির সরাসরি যোগ ছিল কিনা খতিয়ে দেখছে সেনা। এই ঘটনায় আহত হয়েছে ২ জওয়ান।
BIG BREAKING: Top Lashkar Commander Altaf Lalli Eliminated in Bandipora encounter
Tune in to LIVE TV for all the fastest #BREAKING alerts – https://t.co/LFoJvUNcyH pic.twitter.com/HWdSrX1IOc
— Republic (@republic) April 25, 2025
সেই সঙ্গে শুরু হয় গোলাগুলি। জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করলে, পালটা জবাব দেয় সেনা বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত, বন্দিপোরার পাহাড়, জঙ্গিদের ছোঁড়া গুলিতে সেনা বাহিনীর ২ জওয়ান আহত হয়েছেন। সেই সঙ্গে লস্করের প্রথম সারির জঙ্গি আলতাফ লালিকে খতম করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত দক্ষিণ কাশ্মীরের পহেলগামের (Pahalgam Terrorist Attack) বৈসরণ ভ্যালিতে ২৬ জন পর্যটককে নির্বিচারে হত্যা করে জঙ্গিরা। বৈসরণ ভ্যালিতে হামলার পর থেকেই গোটা কাশ্মীর উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। জঙ্গিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনা বাহিনী। পুলওয়ামায় যেমন এক লস্কর জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তেমনি বন্দিপোরায় লস্করের প্রথম সারির জঙ্গি আলতাফ লালিকেও খতম করা হয়েছে বলে জানা যাচ্ছে।
Be the first to comment