অর্ণব গোস্বামীকে সরানো হলো নবি মুম্বাইয়ের জেলে

Spread the love

রবিবার সকালে আলিবাগ এর প্রাইমারি স্কুলের কোয়ারেন্টিন সেন্টার জেল থেকে রিপাবলিক টিভি এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে সরানো হলো নবি মুম্বাইয়ের তা লোজা জেলে। পুলিশের বক্তব্য, তাকে গ্রেফতারের পর কয়েকদিন কোয়ারেন্টিনে রাখার জন্যই আলিবাগ প্রাথমিক স্কুলকে অস্থায়ীভাবে তৈরি করা জেলে রাখা হয়েছিল। এখন তাকে নবি মুম্বাইয়ে পাঠানো হলো। যদিও তার প্রাণ নাশের আশঙ্কা করে রবিবার সকালে টুইট করেছে রিপাবলিক টিভি।

অর্ণব গোস্বামীর স্ত্রী তথা রিপাবলিক টিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর সাম্যব্রতা রায় গোস্বামী দাবি করেছেন, তার স্বামীকে এখনই ছেড়ে দিতে হবে। এ ব্যাপারে তিনি অর্নবের মানবিক অধিকার হরণের অভিযোগ এনেছেন। তার বক্তব্য, নবি মুম্বাইয়ের জেলে রয়েছেন তিনি। মহারাষ্ট্র পুলিশ তাকে এই জেলে পাঠিয়েছে। তিনি বারেবারেই জানাচ্ছেন, প্রাণ সংশয় তার হতে পারে। এরপরেও তাকে ছাড়ার আর কোন লক্ষ্মন দেখা যাচ্ছে না।
সাম্যব্রতার আরও দাবি, তার স্বামী সৎ সাংবাদিক। দেশের জন্য তিনি কাজ করছেন। ৪ নভেম্বর থেকে ধৃত অর্ণব গোস্বামী ইতিমধ্যেই আফ আই আর খারিজের দাবিতে হাইকোর্টে মামলা করেছেন।

সোমবার ফের সেই মামলার শুনানি হওয়ার কথা। ইতিমধ্যেই মহারাষ্ট্র পুলিশ তাকে জেলের মধ্যে জেরা করার জন্য আলিবাঘ আদালতে আবেদন করেছেন। সেই মামলার শুনানি হওয়ার কথা দ্রুত।

২০১৮ সালে ইন্টেরিয়ার ডিজাইনার আনবি নায়েক আত্মহত্যা করেন। অভিযোগ, তাকে দিয়ে রিপাবলিক টিভি এর স্টুডিও সাজিয়ে নেওয়ার পর ৫ কোটি টাকা দেননি অর্ণব সহ আরো তিনজন। সেই ঘটনায় সুইসাইড নোটে নাম লেখা ছিল তাদের। যদিও বহু আগেই এই মামলায় অর্ণব গোস্বামী সহ অন্যদের ক্লিনচিট দিয়ে মামলার নিষ্পত্তি করেছিল পুলিশ। এখন ফের সেই মামলায় তাকে গ্রেফতার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিচার বিভাগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*