আটক পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। হিসেব বহির্ভূত টাকা উদ্ধারের ঘটনায় মডেল-অভিনেত্রীকে গ্রেফতার করেছে ইডি। শুক্রবার সন্ধ্যায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে ইডি। টালিগঞ্জের ওই অভিজাত আবাসনের দোতলার ফ্ল্যাটে রাতভর টাকা গোনা চলে। এখনও পর্যন্ত ২১ কোটি টাকা গুনতে পেরেছেন ব্যাঙ্ককর্মীরা। অর্পিতার ফ্ল্যাটে এই টাকা কার? কোথা থেকে এল? সেটাই বড় প্রশ্ন।
শনিবার সকালে এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তৃণমূলের মহাসচিবকে। আজই আদালতে তোলা হবে পার্থকে। আপাতত রাজ্যের শিল্পমন্ত্রীকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আরও একপ্রস্থ জেরা করা হতে পারে তাঁকে। দুপুরের দিকে পার্থকে আদালতে তোলা হতে পারে।
শুক্রবার শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে হানা দেয় ইডি। এদিন প্রায় ১৪টি জায়গায় ৮০-৯০ জন ইডির আধিকারিকরা অভিযান চালান। জিজ্ঞাসাবাদ করা হয় এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টচার্য এবং পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচীকেও।
জুনের শেষ থেকেই এসএসসির দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তের গতি বাড়িয়েছে ইডি। সম্প্রতি ৬০ জন প্রাথমিক শিক্ষককে সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি। অভিযোগ, ওই সব শিক্ষকদের নিয়োগ করা হলেও তাঁদের কোনও ওএমআর শিট ছিল না। ইতিমধ্যেই লেনদেনের কিছু নির্দিষ্ট অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। বাগদা-রঞ্জন কাণ্ডেও একাধিক সূত্র মিলেছে। সেই তদন্তের অগ্রগতির জন্যই ওই শিক্ষকদের তলব করেছিল ইডি।
Be the first to comment