অবরোধকারী বহু অধ্যাপককে গ্রেফতার করলো পুলিশ

Spread the love

 কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের অধ্যাপকদের আন্দোলনে বাধা দিলো পুলিশ ৷ সোমবার ওয়েলিংটন মোড়ে অবরোধকারী বহু অধ্যাপককে গ্রেফতার করে পুলিশ ৷ এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কালো ব্যাজ পরে ক্লাস বয়কটের ডাক দিয়েছে সংগঠন ৷ শীর্ষ আদালতের নির্দেশে সম কাজে সম বেতন ও ৬৫ বছর পর্যন্ত কাজের অধিকারের দাবিতে আজ সকাল ১১টা নাগাদ সুবোধ মল্লিক স্কোয়্যারে অনশনে বসার ডাক দেয় কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ৷

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সুবোধ মল্লিক স্কোয়্যারে অনশনে বসতে যান পাঁচশো অধ্যাপক। সেখান থেকে তাঁদের হটিয়ে দেয় পুলিশ ৷ অধ্যাপকদের অভিযোগ, আগে থেকে কর্মসূচির কথা পুলিশকে জানানো হয়েছে অথচ অনশনে বসার অনুমতি নেই এই অজুহাতে তাঁদের সেখান থেকে হটিয়ে দেয় পুলিশ ৷ পরে ওয়েলিংটন মোড়ে অবরোধ দেখাতে গেলে অধ্যাপক-অধ্যাপিকাদের গ্রেফতার করে পুলিশ ৷ জানা গিয়েছে, মোট ৭৬ জনকে গ্রেফতার করে পুলিশ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*