চেন্নাই থেকে ধৃত কওসর ঘনিষ্ঠ জামাত জঙ্গি

Spread the love

আবারও গ্রেফতার জামাত জঙ্গি। আবারও দক্ষিণ ভারত থেকে গ্রেফতার করা হলো জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার মডিউল সদস্যকে। নাম আসাদুল্লা খান। আসাদুল্লার বাড়ি বর্ধমানের ভাতার থানা এলাকার ডাঙাপাড়ায়। সে তামিলনাড়ুর চেন্নাইয়ে গা ঢাকা দিয়েছিল। বর্ধমান মডিউলের এই জঙ্গি নেতা খাগড়াগড় বিস্ফোরণের মাস্টারমাইন্ড বোমারু মিজান ওরফে কওসরের ঘনিষ্ঠ ছিল বলে খবর। তার ঘনিষ্ঠতা ছিল ইজাজের সঙ্গেও।

তবে গোয়েন্দা সূত্রে খবর, আসাদুল্লা জঙ্গি মডিউলে পরিচিত ছিল রাজা নামে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) সন্দেহ, বুদ্ধগয়া বিস্ফোরণেও জড়িত ছিল এই আসাদুল্লা। তবে সেই মামলার FIR-এ তার নাম নেই বলে খবর। মঙ্গলবার সকালে আসাদুল্লাকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা তামিলনাড়ুর চেন্নাইয়ের ১/১০৮ AA নগর, সেনালপুরম থেকে গ্রেফতার করে। ওই বাড়িতেই ভাড়া থাকত সে। আজই তাকে আলামাদুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হবে।

গোয়েন্দা সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই বেশ কিছু সূত্র পেয়েছে পুলিশ। তবে তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*