এবার অসমে ধৃত পূর্ব বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত JMB (জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ) জঙ্গি। বরপেটা থেকে তাকে পাকড়াও করেছে NIA ৷ সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে। ধৃতের নাম আজহারউদ্দিন আহমেদ ৷ বুধবার রাতে তাকে বরপেটার রৌমারি থেকে গ্রেফতার করে গোয়েন্দারা।
প্রসঙ্গত, ২০১৩ সালে সে JMB-তে যোগ দেয় ৷ অসম পুলিশ এবং NIA-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় আজহারের নাম ছিল। গোপনসূত্রে খবর পেয়ে ভবানীপুর থানার OC যোগাযোগ করেন বরপেটার SP রবীন কুমারের সঙ্গে। রবীন কুমারের নেতৃত্বে আজহারকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে অসম পুলিশ ৷ বৃহস্পতিবার তাকে বাজালিতে বরপেটা ডিস্ট্রিক্ট এবং সেশন কোর্টে তোলা হয় ৷ আদালত তরফে তাকে সাতদিনের পুলিশি হেপাজত দেওয়া হয় ৷
এর আগে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল JMB জঙ্গি শাহিদুর ইসলামকে ৷ সেও রৌমারির বাসিন্দা ছিল ৷ এছাড়াও JMB জঙ্গি কাশিমুদ্দিন ও আক্রম আলিকে এই গ্রাম থেকেই গ্রেফতার করা হয়েছিল ৷
Be the first to comment